Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশা ছাড়ছে না ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

বাংলাদেশের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হারের পরও বিশ্বকাপে শেষ চারের আশা ছাড়ছে না ওয়েস্ট ইন্ডিজ। টেবিলে ৫ ম্যাচ পর সপ্তম স্থানে চলে যাওয়া ক্যারিবীয়দের সামনে এখন নিউজিল্যান্ড। যারা টুর্নামেন্টের শুরুতেই গতির ঝড় তুলেছে বিশ্বকাপে। এমন অবস্থায় পরের ম্যাচগুলোকে ঘিরে দৃঢ় প্রতিজ্ঞ দেখা গেলো ক্যারিবীয় ব্যাটসম্যান শাই হোপকে, ‘এখন সব জিততেই হবে আমাদের।’
বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয়দের হয়ে মূল পারফর্মারদের একজন ছিলেন হোপ। ৩২১ রানের বিশাল রান পাহাড় গড়তে ব্যাট হাতে তার ভূমিকা ছিল সবচেয়ে বেশি। ৯৬ রানের দারুণ একটি ইনিংস উপহার দিয়েছেন। ম্যাচের পর হোপ বললেন সব সময়ই ব্যাট হাতে ভূমিকা রাখতে চান তিনি, ‘ক্রিজে যখনই নামি, ব্যাট হাতে সর্বোচ্চ সময় থাকার চেষ্টা করি। কারো জন্য কিছু রেখে না দিয়ে বরং নিজেই দায়িত্বটা কাঁধে তুলে নেই।’ পরিস্থিতি এখন যেমনটি দাঁড়িয়েছে তাতে সর্বস্ব উজাড় করে দিতে হবে ক্যারিবীয়দের। এমনটা মনে করেন হোপ, ‘এখন রান পেতে হলে আমাদের সর্বোচ্চটা দিতে হবে। দল হিসেবে আমাদের সব কিছু নতুন করে শুরু করতে হবে। সমাধান খোঁজার চেষ্টা করতে হবে। একই সঙ্গে ম্যাচ জিততে হবে।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ