Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

রাসেল আমার সামনে অস্বস্তিতে ভোগে : মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৬ আসরের সেই দৃশ্যটা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চোখে গেঁথে থাকার কথা। মোস্তাফিজুর রহমানের ‘মারাত্মক’ ইয়র্কারে কুপোকাত হয়ে একেবারে মাটিতে শুয়ে পড়লেন আন্দ্রে রাসেল। ততক্ষণে বলও আঘাত করে উপড়ে নিয়েছে স্ট্যাম্পে। মাটিতে লুটিয়ে থাকা অবস্থায় ঘাড় ঘুরিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান অসহায় দৃষ্টিতে দেখছেন লÐভÐ হয়ে যাওয়া উইকেট!
গতপরশু টন্টনে রাসেলের উইকেটটা যখন মোস্তাফিজ তুলে নেন, তখন সেটা আরও বেশি অর্থপূর্ণ হয়ে দাঁড়ায়। উইন্ডিজের পরিকল্পনায় ছিল সাড়ে তিনশোর বেশি রান স্কোরবোর্ডে জমা করা। কিন্তু ওই এক আউটে হিসাব-নিকাশ পাল্টে যায়। এর আগে ওই একই ওভারে বিপজ্জনক শিমরন হেটমায়ারকেও ফেরান মোস্তাফিজ। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাছে তাই কাটার মাস্টার খ্যাত তারকার ওভারটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।

ইনিংসের ৪০তম ওভারে সুবিধাজনক অবস্থায় ছিল ক্যারিবিয়ানরা। ঝড় তোলার প্রস্তুতিও ছিল তাদের। ঠিক তখনই রুদ্রমূর্তিতে হাজির মোস্তাফিজ। আগের স্পেলগুলোতে সুবিধা করতে না পারার খেদটা মিটিয়ে নেন। হেটমায়ারকে তামিম ইকবালের ক্যাচে পরিণত করা মুস্তাফিজের শর্ট লেংথের ডেলিভারিটি রাসেল ঠিকঠাক পড়তে পারেননি। বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গøাভসে। দুই বল খেলে খালি হাতে সাজঘরে ফেরেন রাসেল।

ওই সময়টায় বাংলাদেশের সব বোলারই মার খাচ্ছিল। উইকেট তুলে নিয়ে রানের গতি থামাতেই আনা হয়েছিল মোস্তাফিজকে। সেই পরিকল্পনায় একশতে একশ পেয়েছেন বাঁহাতি পেসার। ম্যাচ শেষে কিছুটা অবাক করে দিয়েই সংবাদমাধ্যমের সামনে হাজির হন তিনি। বরাবরের মতোই দু-চারটি বাক্যে কাজ সারেন। ইনিংসের শেষভাগে আক্রমণে আসা প্রসঙ্গে জানান, ‘ওই সময় সবাই মারতে শুরু করেছিল। আমাকে তখন আক্রমণে আনা হয়, আমি চেষ্টা করেছি।’ রাসেলের বিপক্ষে বোলিং করার সময় আলাদা কোনো কিছু চেষ্টা করেছিলেন কী-না, এমন প্রশ্নের জবাবে জোরের সঙ্গেই বলেন, ‘শুধু আজকে না, আগেও আমি রাসেলকে আউট করেছি। ও আমাকে দেখলে একটু অস্বস্তি অনুভব করে। আমি সে সুযোগটা কাজে লাগাতে পারি।’ রাসেলকে নেয়ার ওভারেই শিমরন হেটমায়ারকে ফিরিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ