পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর কল্যাণপুরে একটি পেট্রোল পাম্প তথা ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে বিকেল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে রাজিয়া ফিলিং স্টেশনে এ আগুন লাগে। এছাড়া বনানীতে একটি চারতলা ভবনের আন্ডারগ্রাউন্ডে পৃথক অগ্নিকাÐের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার বলেন, পাম্পটি কল্যাণপুরের রামচন্দ্রপুর খাল ও বাংলাদেশ স্পেসালাইজড হাসপাতালের পাশে। আগুনের খবর পেয়ে প্রথমে ৮টি ইউনিট পাঠানো হলেও আগুনের তীব্রতা দেখে পরে আরও ২টিসহ মোট ১০টি ইউনিট পাঠানো হয়। তারা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, তেলের কারণে আগুনের তীব্রতা বেড়ে যায় এবং চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর পাশাপাশি আশপাশের ভবন থেকে মানুষজনকে সরিয়ে দেয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাকে আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, পাম্পে তেলের বেশ কিছু লরি ছিল। লরিগুলো থেকে পাম্পের রিজার্ভারে তেল ভরার সময় আগুনের সূত্রপাত্র হয়। পড়ে তা দ্রæত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, বনানীতে একটি চারতলা ভবনের আন্ডারগ্রাউন্ডে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বনানী কবরস্থানের বিপরীতে ২৭ নম্বর রোডের একটি চারতলা ভবনে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাসেল সিকদার আরও বলেন, ফায়ার সার্ভিসের বারিধারা থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তারা যাওয়ার আগেই ভবন সংশ্লিষ্টরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস জানায়, চারতলা ভবনের নিচতলায় আগুন লাগে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আন্ডারগ্রাউন্ডের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।