Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেক্সাসে বিষাক্ত গ্যাসে আক্রান্ত ১০০ শিক্ষার্থী

প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : টেক্সাসের দক্ষিণ-পূর্ব অঞ্চল বিওমন্টের একটি স্কুলে কার্বণ মনোঅক্সাইড গ্যাসে আক্রান্ত হয়ে কমপক্ষে ১০০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। খবরে বলা হয়, গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০ টার দিকে বিওমন্টের মারশাল মিডেল স্কুলে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তদন্তকারীরা ধারণা করছেন স্কুলটির বয়লার বিস্ফোরণের কারণে এই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের অসুস্থ করে দেয়। এদিকে স্কুলটির শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদ স্থানে নিয়ে গেছে দেশটি ফায়ার সার্ভিস কর্মীরা। এ ঘটনায় অসুস্থ সকল শিক্ষার্থী আশঙ্কামুক্ত আছে বলেও জানানো হয় সংবাদ মাধ্যমগুলোর খবরে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেক্সাসে বিষাক্ত গ্যাসে আক্রান্ত ১০০ শিক্ষার্থী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ