Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

এখনো সেরা একাদশের খোঁজে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ৯:৪৪ পিএম

চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়া এখনো তাদের সেরা একাদশ ঠিক করতে পারেনি। এমনটিই মনে করেন দলটির সহকারী কোচ ব্র্যাড হাডিন।
টুর্নামেন্টে অস্ট্রেলিয়া এ পর্যন্ত চার জয় এবং এক পরাজয়ে পয়েন্ট তালিকায় বেশ শক্ত অবস্থানে আছে অজিরা। ম্যাচের ফল অনুকূলে আসলেও দলীয় কম্বিনেশন তেমন চোখে পড়েনি। হাডিন বলেন, ‘এই মুহুর্তে আমরা এখনো সেরা একাদশ খুঁজে পাওয়ার চেস্টা করছি। মার্কাস ইনজুরিতে পড়ায় এমনটা হয়েছে এবং একজন অলরাউন্ডার কতটা গুরুত্বপুর্ন তা অনুধাবন করছি। যে আমাদের জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে আমরা তেমন কিছু খোঁজার চেস্টা করছি। টুর্নামেন্টের শেষ দিকে আসায় কোন কন্ডিশনের জন্য কোনটা ভাল হতে পারে এবং কোনটা আমাদের সেরা একাদশ তা বুঝতে শুরু করবো।’
তবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিততে বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন নন বলেও জানান হাডিন,‘ খেলোয়াড়রা সেটা বুঝতে পারছে এবং আমরা সেভাবেই তাদেরকে প্রশিক্ষন দিচ্ছি।’ মূলত বল টেম্পারিং কেলেঙ্কারীর কারণে এ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার দলে ফেরায় অস্ট্রেলিযা দলের ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে। অস্ট্রেলিয়া সাধারনত ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ডান-বাম কম্বিনেশনের ওপড় নির্ভর করে। তবে উসমান খাজা এক সময় ওপেন করলেও এখন তাকে নিচে ব্যাটিং করতে হচ্ছে এবং সেখানে তার সমস্যা হচ্ছে। তবে টিম ম্যানেজমেন্ট তার পারফরমেন্সে সন্তুস্ট বলে জানান হাডিন।
তবে ম্যাচে জয় পাওয়ায় এসব বিষয়ে মোটেই চিন্তিত নয় অস্ট্রেলিয়া। তবে টুর্নামেন্টের পরবর্তী ধাপ নিয়ে কিছুটা চিন্তা করতে হবে অস্ট্রেলিয়াকে। হাডিন বলেন,‘ এই মুহূর্তে আমরা যা করছি সেটা টুর্নামেন্টের জন্য সত্যিই ভাল কিছু। কিছু কিছু বিষয়ে সত্যিই ভাল কিছুর চিহ্ন পাচ্ছি এবং কিছু বিষয়ে জ করতেবে।’
সব শেষে হাডিন বলেন, ‘টুর্নামেন্টে সত্যিকারার্থেই এখন সত্যিই উত্তেজনাকর সময় চলছে। বড় বড় কিছু দলের বিপক্ষে রান পাচ্ছি যা থেকে বুঝতে পারছি আমরা প্রকৃত অর্থেই ভাল ক্রিকেট খেলছি। আমাদের বর্তমান অবস্থাটা বেশ ভাল। আশা করছি টুর্নামেন্টে যত বেশি সামনের দিকে এগিয়ে যাব, আমরা জানতে পারব কোনটা আমাদের সেরা একাদশ।’
বৃহস্পতিবার নিজেদের পরবর্তি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ