Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিপিইসি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন পাক সেনাপ্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ১২:০৬ এএম

পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) ফ্লাগশিপ প্রকল্প চায়না-পাকিস্তান ইকনমিক করিডোর (সিপিইসি)’র নিরাপত্তার প্রতি সেনাবাহিনীর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সোমবার সেনা সদরদফতরে সফররত চীনা সেনাবাহিনীর জেনারেল হান উইঘু’র সঙ্গে বৈঠককালে জেনারেল বাজওয়া ওই মন্তব্য করেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও পেশাগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে সেনাবাহিনীর গণমাধ্যম শাখার এক প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সফররত চীনা জেনারেল সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তান সেনাবাহিনীর অর্জন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন। এর আগে চীনা জেনারেল জিএইচকিউতে পৌছলে তাকে গার্ড অব অনার দেয়া হয়। তিনি সেনাবাহিনীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শহীদ স্মৃতিসৌথে পুষ্পস্তবক অর্পন করেন। সিপিইসি হলো পাকিস্তানের গোয়াদার বন্দরকে চীনের শিনঝিয়াং প্রদেশের রাজধানী কাশগড়কে সংযোগকারী ৩,০০০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, পাইপলাইন ও রেলপথের নেটওয়ার্ক। ৫০ বিলিয়ন ডলারের বেশি অর্থের এই প্রকল্পের লক্ষ্য হলো দ্রুত পাকিস্তানের পরিকাঠামো আধুনিকায়ন ও জ্বালানি ইকোসিস্টেম উন্নত করা এবং বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলা। গত মাসে এই অবকাঠামো প্রকল্পের কেন্দ্রস্থল বালুচিস্তানের গোয়াদারে একটি বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলায় তিন সন্ত্রাসী ও পাঁচ সাধারণ মানুষ নিহত হয়। সিপিইসি’র নিরাপত্তায় ২০১৭ সালে একটি বিশেষ নিরাপত্তা ডিভিশন গঠন করা হয়। এই ডিভিশন যৌথ প্রকল্পগুলোর পাশাপাশি পাকিস্তানে যেসব চীনা নাগরিক কাজ করছে তাদের নিরাপত্তা দিচ্ছে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ