Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুয়াওয়ের কিনে মোটরবাইক জিতলেন ৫জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ৮:৫৮ পিএম

হুয়াওয়ের বিভিন্ন মডেলের স্মার্টফোন কিনে সারাদেশ থেকে পাঁচজন মোটরবাইক পেয়েছেন। রমজান মাসব্যাপী ‘হুয়াওয়ের ছন্দে, ঈদ হোক আনন্দে’ ক্যাম্পেইনের অংশ হিসেবে পাঁচজনকে মোটরবাইক তুলে দিয়েছে হুয়াওয়ে কর্তৃপক্ষ। চলতি মাসের ১২ ও ১৩ জুন রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, টোকিও স্কয়ার, নর্থ টাওয়ার এবং চট্টগ্রামের সানমার ওশান সিটিতে বিজয়ীদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। এ ক্যাম্পেইনের আওতায় মোটরবাইক পেয়েছেন আশফাক উদ্দিন সেজান, সানি সরকার, রাফিউল আলম, আশরাফ আলী ও আসাদুজ্জামান শিকদার।

৬ মে থেকে চালু হওয়া বিশেষ এই ঈদ অফার চলে ১০ জুন পর্যন্ত। এ ক্যাম্পেইনের অধীনে গ্রাহক স্মার্টফোন কিনে প্রতি সপ্তাহে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ ও একটি করে মোটরবাইক এবং প্রতিদিন একটি করে আকর্ষণীয় হুয়াওয়ে হ্যান্ডসেট জিতে নেন। এছাড়া হুয়াওয়ের স্মার্টফোন ও ট্যাব কিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্যাশব্যাক, মূল্য হ্রাস, ফ্রি গিফটসহ নানা ধামাকা অফারও উপভোগ করেন গ্রাহকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যবসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ