Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাখ লাখ অভিবাসী বের করে দেবেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ৮:৫৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকায় থাকা লাখ লাখ অবৈধ অভিবাসীকে তিনি বের করে দেবেন। মার্কিন কর্তৃপক্ষ আগামী সপ্তাহ থেকে এ কাজ শুরু করবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প এক টুইটার পোস্টে বলেছেন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি অভিবাসী বহিষ্কারের কাজ শুরু করবে। তিনি বলেন, এসব অভিবাসী যতটা দ্রুত আমেরিকায় এসেছে তার চেয়ে দ্রুত গতিতে তাদেরকে বের করে দেয়া হবে।

আমেরিকায় এ মুহূর্তে এক কোটি ২০ লাখ অবৈধ অবিবাসী রয়েছেন যাদের বেশিরভাগই মেক্সিকো ও মধ্য আমেরিকা থেকে আসা।

চলতি মাসের প্রথম দিকে সই হওয়া চুক্তির অধীনে মধ্য আমেরিকার আশ্রয় প্রত্যাশী লোকজনকে মেক্সিকো গ্রহণ করতে রাজি হয়েছে। মার্কিন আদালতে শুনানি চলা পর্যন্ত এসব ব্যক্তি মেক্সিকোতে থাকতে পারবে। এর মাধ্যমে মেক্সিকো আমদানি বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন সরকারের বাড়তি শূল্ক আরোপের ঘটনা এড়াতে সক্ষম হয়েছে। একইভাবে মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালাও চুক্তি করতে যাচ্ছে বলে ট্রাম্প তার টুইটার পোস্টে দাবি করেছেন।

সূত্র : পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ