নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার: দীর্ঘ অপেক্ষা শেষ হলো মায়ের। মায়ের কোলে পৌঁছুলেন দ্য ফিজ খ্যাত কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বাড়ি পৌঁছেই মাকে আলিঙ্গন করেন তিনি। মাও তাকে বুকে জড়িয়ে ধরে আদর করেন। পরে ভাইপো জিসান মাহমুদকে আদর করেন আইপিএল জয়ের নায়ক। এরপর উঠে যান বাড়ির দু’তলায়।
টানা প্রায় দু’মাস পর গতকাল রাত ১০টা ৫৮ মিনিটে বাড়ি পৌঁছান তিনি। এর আগে রাত সাড়ে ৭টার দিকে যশোর এয়ারপোর্ট থেকে সড়ক পথে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা করেন এই কাটার মাস্টার। সাতক্ষীরা পৌঁছে রাত ১০টার দিকে খালু আনিছুর রহমানের বাড়িতে দুই মিনিটের যাত্রা বিরতি করেন তিনি। তবে, পুরোটাই ফাঁকি দিয়েছেন সংবাদ কর্মীদের। গাড়ি থেকে নেমেই ভেতরে ঢুকে পড়েন তিনি। এ সময় বাড়ির বাইরে অপেক্ষারত প্রতিবেশী ও বন্ধুরাও বঞ্চিত হন তার সাথে কুশল বিনিময়ের সুযোগ থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।