বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামাইয়ের কাছে ইয়াবার চালান পৌঁছে দেয়ার সময় ধরা পড়লেন শ্বশুর। শ্বশুর মো. ইউসুফ ওরফে ইউসুফ জালালের কাছ থেকে উদ্ধার করা হয় এক হাজার ৯৬৫ পিস ইয়াবা। গতকাল সোমবার সকালে নগরীর হালিশহর থেকে গ্রেফতার করা হয় জামাতা আবদুর রহিম ওরফে বার্মাইয়া রহিমকে। তারা দুজনই দীর্ঘদিন থেকে ইয়াবার ব্যবসা করে আসছেন বলে জানান কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, রোববার রাতে ইয়াবাসহ ধরা পড়েন মো. ইউসুফ। পরে তার দেয়া তথ্যমতে হালিশহর এলাকা থেকে আবদুর রহিমকে গ্রেফতার করা হয়। ইউসুফ টেকনাফের হ্নীলা এলাকার উলা মিয়ার ছেলে এবং আবদুর রহিম লোহাগাড়ার সমদ আলী মুন্সি বাড়ির মো. ইউনুসের পুত্র। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।