Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আপাতত বিশ্রামে মুস্তাফিজ

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:০৯ এএম, ১ জুন, ২০১৬

বিশেষ সংবাদদাতা : দলের সর্বকনিষ্ঠ বলে অন্যদের চেয়ে মাশরাফির আদরটা একটু বেশিই পান মুস্তাফিজুর। গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম কমপ্লেক্সে দেখামাত্রই আইপিএল হিরোকে বুকে জড়িয়ে ধরলেন মাশরাফি, দুষ্টুমির ছলে বললেনÑকিরে, কেমন কাটালি? দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার, সুমন, মুস্তাফিজুরকে পেয়ে করলেন অভিনন্দিত। কিন্তু মুস্তাফিজুর যে সেই পরিচিত মুস্তাফিজুরÑপ্রশ্ন যতোই বড় হোক, উত্তরটা যে ছোটÑ ‘ভাই, এখন শুধু ছুটি, আর বিশ্রামে ক’দিন কাটাতে চাই ক’দিন।’
প্রায় ২ মাস ছিলেন দেশের বাইরে, ফলে ফিটনেস পরীক্ষা তার জরুরিই ছিল। ইংলিশ কাউন্টি ক্রিকেট দল সাসেক্স এবং ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের দল মোহামেডান মুস্তাফিজুর বরণে অধীর আগ্রহে করছে অপেক্ষা, তার আগে ফিটনেস পরীক্ষা। তাও আবার দেড় ঘন্টা ধরে! হ্যামেস্ট্রিংয়ে চোট এর কারণে খেলা হয়নি কোয়ালিফাইয়ার ‘টু’ ম্যাচে। ফাইনালেও যে পুরো ফিট মুস্তাফিজুর খেলেছে, সেখানেই সন্দেহ পোষণ করছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলামÑ ‘তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর আইপিএলে ১৬টি ম্যাচ খেলেছেও। এই বিষয়টিও তো ভাবা দরকার। আগে ওর ব্যাথাটা ছিল বাঁ সোলডার এবং পাঁজরে, এখন দেখছি ওর ব্যাথাটা হ্যামেস্ট্রিং এবং পায়ের পেছনের পেশীতে। এ ধরনের কন্ডিশনে ক’দিন বিশ্রামে থাকাই ভাল।’ অ্যাপেলো হাসপাতালে মুস্তাফিজুরকে পাঠানোর কারণ নাকি তা। মেডিকেল চেক আপ রিপোর্ট দেখে নিশ্চিত হতে চান মুস্তাফিজুরের সর্বশেষ অবস্থা।
মেডিকেল রিপোর্ট না দেখে মুস্তাফিজুরের ফিটনেস পরীক্ষার পর তার ফিটনেসের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলার পক্ষপাতী নন বিসিবি’র সংশ্লিষ্ট কেউ। তবে সাসেক্স, কিংবা মোহামেডান, মুস্তাফিজুরকে যে কোন একটি দল বেছে নেয়ার আগে তাকে খেলার ছাড়পত্র দেয়ার এখতিয়ার এখন শুধুই বিসিবি’র। বিসিবি’র সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন তাই একটু অপেক্ষার পক্ষপাতীÑ ‘যেহেতু একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে সে যাচ্ছে, রিপোর্ট পাওয়ার আগে কথা বলা ঠিক হবে না। তবে প্রাথমিকভাবে যে অ্যাসেসমেন্ট হয়েছে এবং পরে যে প্রক্রিয়ায় যাবে, তাতে আরও দুই-এক দিন সময় লাগবে অবস্থা বুঝতে। তবে তার নিজের চাওয়ার চেয়েই বেশি গুরুত্বপূর্ণ যে তার শরীর কতটা নিতে পারবে।’
সাকিব রাতের ফ্লাইটে এসেই পরদিন সকালে ৯ম রাউন্ডে আবাহনীর হয়ে খেলেছেন প্রাইম দোলেশ্বরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। সে কারণেই প্রিমিয়ার ডিভিশনের ১০ম রাউন্ড না হোক, প্রথম পর্বের শেষ রাউন্ডে (আগামী ৬ জুন) মুস্তাফিজুরকে পেতে উদগ্রীব মোহামেডান। মোহামেডান ম্যানেজার ওয়াসিম খান তাই গতকাল মুস্তাফিজুরের পেছনে ছায়ার মতো লেগেছিলেন। কিন্তু বিসিবি’র ফিজিও, চিকিৎসক এবং সিইও’র সঙ্গে কথা বলে প্রথম পর্বে মুস্তাফিজুরের আশা ছেড়েই দিয়েছেন ওয়াসিম খানÑ ‘ওকে বিশ্রামে রাখার পক্ষে সবাই। মনে হচ্ছে না মুস্তাফিজুরকে প্রথম পর্বে পাব আমরা। সুপার লীগে খেলাতে পারব, এটাই আশা করছি।’
বাংলাদেশ দলের ভারত সফর অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী অক্টোবরে হোমে ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। আইপিএল মিশনের আগে সাসেক্সের সঙ্গে মুস্তাফিজুরের চুক্তি হয়ে যাওয়ায় সাসেক্সের অধিনায়ক লুক রাইট মুস্তাফিজুর বরণের দিন গুণছেন। দলটির সাথে চুক্তি অনুযায়ী ৩ জুন সারের বিপক্ষে ম্যাচটি খেলার কথা ছিল মুস্তাফিজের। তবে সে আশা ছেড়ে দিয়ে আগামী ১০ জুন কেন্টের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা মুস্তাফিজুরকে পেতে চাইছেন এখন লুক রাইট। তবে সাসেক্স, না মোহামেডানÑমুস্তাফিজুরের পরবর্তী ঠিকানার দায়িত্বটা এখন বিসিবি’র। বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন এমপি গত পরশু তো বলেই দিয়েছেনÑ ‘ইংল্যান্ডের কাউন্টিতে ওকে খেলতে দিলে সঙ্গে একজনকে আমাদের পাঠাতে হবে।’ বিসিবি’র সহ-সভাপতি এবং মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাহাবুব আনাম আগে ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দিয়ে মুস্তাফিজুরকে তার দলের হয়ে খেলানোর পক্ষে দেখিয়েছেন যুক্তিÑ ‘ইংল্যান্ডের কোন ক্রিকেটার অন্য কোন দেশের ক্রিকেট লীগে খেলতে গেলে সঙ্গে করে নিতে হয় তাকে কাউন্টি টীমের অনাপত্তিপত্র (এনওসি)। সুতরাং মুস্তাফিজ যেহেতু এই মওশুমে আমাদের দলের ক্রিকেটার, সেহেতু সাসেক্সে খেলতে গেলে বিসিবি’র সঙ্গে মোহামেডানের এনওসিও তো লাগবে তার।’ সাসেক্সের মতো মোহামেডানও পর্যাপ্ত বিশ্রাম দিয়ে, প্রয়োজনে ফিজিও প্রেসক্রিপশন মেনে খেলানোর পক্ষপাতী।
এর আগে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) লাহোর কালান্দার্সে ৫০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েও সেখানে খেলার অনুমতি মুস্তাফিজুরকে দেয়নি বিসিবি। ওই আর্থিক ক্ষতি মুস্তাফিজুরকে পুষিয়ে দেয়ার প্রতিশ্রæতি দিয়েছে বিসিবি। তবে সেই আর্থিক ক্ষতিপূরন এখনো বুঝে পায়নি মুস্তাফিজুর। সে কারণেই, সাসেক্সে খেলতে না পারলে আর্থিক ক্ষতিপূরন কি দিয়ে দিবে বিসিবি? এটাই প্রশ্ন। বিসিবি’র সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন অবশ্য এই বিষয়টি বোর্ডে ওঠানোর কথা ভাবছেনÑ ‘বোর্ডে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিবে বোর্ড অবশ্যই তার প্রতি সহানুভূতিশীল। তার শারীরিক অবস্থা বুঝে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে কোথায় সে খেলবে, এ ব্যাপারে বোর্ড অবশ্যই দেখবে।’



 

Show all comments
  • m a aziz ২ জুন, ২০১৬, ১২:৪৩ এএম says : 0
    অামি মনে করি মোস্তাফিজ দেশে খেলাই ভালো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আপাতত বিশ্রামে মুস্তাফিজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ