নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : প্রায় একতরফা নির্বাচন। তাই জয়ের পাল্লাটাও ভারি নির্দিষ্ট পক্ষের দিকেই। দাবা ফেডারেশনের একপেশে নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে সমমনা পরিষদ। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে অনুষ্ঠিত হয় এই নির্বাচন। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে ভোট গ্রহণ কার্যক্রম। তবে ৯৫ জন কাউন্সিলরের মধ্যে সবাই ভোট দেননি। ৭৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে চট্টগ্রামের ক্রীড়া সংগঠক সৈয়দ শাহাবুদ্দিন শামীম ৭৬ ভোট পেয়ে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই নির্বাচনে দু’টি প্যানেলের প্রতি›িদ্বতা করার কথা থাকলেও সোমবার সন্ধ্যায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় সম্মিলিত পরিষদ। ফলে আগেই ধারণা করা হয়েছিল নির্বাচনের ফলাফল কি হতে পারে। চার বছর পর পর জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচনে নানা প্রতিশ্রæতি দিয়ে প্রতিদ্ব›িদ্বতা করেন সংগঠকরা। এবারও দাবা ফেডারেশনের নির্বাচনকে সামনে রেখে প্রতিশ্রæতির ফুলঝুড়ি ফুটিয়েছিলেন সব সংগঠক। তবে নানা নাটকের জন্ম দিয়েছেন তারা। আইনি জটিলতাও কম হয়নি। তারপরও এক পক্ষ নির্বাচনকে বর্জন করায় কাল পূর্ণ প্যানেলেই বিজয়ী হয় সমমনা পরিষদ। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেন, ‘গত চার বছরে যে সব কাজ করতে পারিনি বা যা যা ভুল হয়েছে, সেসব ভুল শুধরে আগামী চার বছর কিছু করার চেষ্টা করব। দেশের দাবা খেলাকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাব।’
এবার দাবা ফেডারেশনের নির্বাচন নিয়ে নাটক কম হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মো. সারোয়ার হোসেনের রিটের প্রাথমিক শুনানিতে তিন মাসের জন্য নির্বাচন স্থগিতাদেশ দিয়েছিল আদালত। সেই রিটের উপর এনএসসির’র আবেদন স্থগিতাদেশ চার সপ্তাহের জন্য আপিলেড ডিভিশনের পূর্ণ বেঞ্চ স্থগিতাদেশ দেয়। এরপরই গতকাল দাবা ফেডারেশনের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রাথমিক ফলাফলে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন পরিষদ সমর্থিত সমমনা পরিষদ পূর্ণ প্যানেলেই জয়ী হয়। যা আগাম ধারণা ছিল অনেকেরই। সহ-সভাপতি পদে গাজী সাইফুল তারেক (৭৯), কে এম শহিদউল্যা (৭৭), তরাফদার মোঃ রুহুল আমিন (৭৭) ও চৌধুরী নাফিজ শারাফাত (৭৫), সাধারণ সম্পাদক পদে সৈয়দ শাহাবুদ্দিন শামীম ((৭৬), যুগ্ম সম্পাদক পদে মোঃ মনিরুজ্জামান পলাশ (৭৬) ও মাসুদুর রহমান মল্লিক দিপু (৭৬), কোষাক্ষ পদে মাহির আলী খান (বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত), সদস্য পদে কামরুজ্জামান ভূঁইয়া (৭৮), ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসান (৭৮), নিজামুল ইসলাম খান (৭৮), মোঃ লিয়াকত আলী খান (৭৮), কাজী জাকেরুল মওলা (৭৮), মোঃ রাশেদ হোসেন ফারুক (৭৮), মোঃ বেলাল হোসেন (৭৮), আনজুমান আরা আকসির (৭৮), রফিকুল ইসলাম (৭৮), জাকির আহমেদ (৭৮), বাহার উদ্দিন বাহার (৭৭), মোঃ আলাউদ্দিন সাজু (৭৭), নাজাম নাকভী (৭৭), দেবাশীষ দে (৭৬), শেখ মনিরুল ইসলাম আলমগীর (৭৬) ও ডাঃ মনিরুল ইসলাম (৭৫) ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হন।
সমমনাদের নিয়ে আগামী দিনে দাবাকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন নতুন সাধারণ সম্পাদক শামীম। তিনি বলেন, ‘আমার প্রথম কাজ হবে সামনেই আমাদের অলিম্পিয়াড। সেখানে ৫ জন করে ১০ জনের প্রশিক্ষণের ব্যবস্থা করা। এর আগেও আমরা বিদেশি কোচ এনেছি। আবারও আনব। দাবায় প্রশিক্ষণের বিকল্প নেই। তাই আমরা দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের উপর জোর দেবো।’ ফুটবলের পর এবার দাবায়ও এসেছেন বহুল আলোচিত ক্রীড়া সংগঠক তরফদার মো. রুহুল আমিন। নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি। তিনি বলেন, ‘একপেশে নির্বাচন হয়েছে কথাটিতে আমি পুরোপুরি একমত নই। কেউ যদি হেরে যাওয়ার ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তাহলে তো আমাদের কিছু করার নেই। এখন আমরা নির্বাচিত হয়েছি। গত কমিটি যেসব কাজ অসমাপ্ত রেখেছে, সেগুলো প্রথমে দ্রæততার সঙ্গে শেষ করব আমরা। ইশতেহারে দেয়া প্রতিশ্রæতি অবশ্যই বাস্তবায়ন করব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।