নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া হকির মর্যাদাপূর্ণ আসর গ্রীণডেল্টা প্রিমিয়ার হকি লিগে বড় জয়ে প্রথম পর্ব শেষ করল বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আবাহনী ৯-৩ গোলে হারায় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। এই জয়ে আবাহনী ৬ খেলায় ১৪ পয়েন্ট পেয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে লিগের প্রথম পর্ব শেষ করলো। উষা ক্রীড়া চক্র ৫ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ও ৫ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে মোহামেডান রয়েছে তৃতীয় স্থানে।
কাল ম্যাচের শুরু থেকেই আবাহনী আক্রমণাত্মক হকি খেলে ওয়ান্ডারার্সকে চেপে ধরে। তারা একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলে প্রতিপক্ষ রক্ষণদুর্গকে। ফলে বিরতিহীন গোলও পায় তারা। তবে ওয়ান্ডারার্সও মাঝেমধ্যে পাল্টা আক্রমণে গিয়ে শক্তিশালী আবাহনীর রক্ষণভাগকে বেকায়দায় ফেলে। যে কারণে তারা তিনটি গোলও শোধ দিতে পারে। আবাহনীর পক্ষে মো. ইরফান হ্যাটট্রিকসহ ৩টি, শাকিল আব্বাসী ২টি এবং সাফকাত রাসুল, রুম্মান সরকার, তৌশিক আরশাদ ও মাকসুদ আলম হাবুল ১টি করে গোল করেন। ওয়ান্ডারার্সের হয়ে তিনিটি গোল শোধ দেন খলিলুর রহমান, জাশবান্দর সিং ও জাগিত সিং।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।