মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কেনিয়া ও সোমালিয়ায় সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছেন ১১ পুলিশসহ অন্তত ১৯ জন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। কেনীয় পুলিশ জানায়, শনিবার অপহৃত তিন পুলিশ সদস্যকে উদ্ধারে সোমালিয়া সীমান্তবর্তী ওয়াজির কাউন্টিতে সন্দেহভাজন জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের সদস্যদের তাড়া করছিল নিরাপত্তা বাহিনী। এসময় পুলিশের গাড়ি লক্ষ্য করে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় সন্দেহভাজনরা। এতে নিহত হন অন্তত ১১ পুলিশ। এদিকে প্রতিবেশী দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত আটজন। আহত হন আরও ১৬ জন। পুলিশ জানায়, রাজধানীর একটি ব্যস্ত সড়কের নিরাপত্তা চৌকি লক্ষ্য করে প্রথম গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় আল-শাবাবের সন্দেহভাজন জঙ্গিরা। এতে কেউ হতাহত হয়নি। পরে আরও একটি বিস্ফোরণ ঘটালে প্রাণ যায় অন্তত আটজনের। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।