Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবাহনীতে ইউসুফ পাঠান

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ইংলিশ কাউন্টি লীগের কারণে ছেড়ে দিতে হয়েছে আবাহনীকে ধর্মশালার ক্রিকেটার উদয় কাউলকে। মনোজ তিওয়ারী এসে খেলেছেন ২ ম্যাচ। তিনিও গেছেন চলে। গতরাতে আবাহনীতে খেলতে ঢাকায় এসেছেন আইপিএলএ কোলকাতা নাইট রাইডার্সের ফিনিশার ইউসুফ পাঠান। সাকিব-ইউসুফ পাঠান পার্টনারশিপ এবার কোলকাতা নাইট রাইডার্স থেকে আবাহনীতে। সদ্য শেষ হওয়া আইপিএল-এ ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার ইউসুফ পাঠান। ১৫ ম্যাচ খেলে ৭২.২০ গড়ে ১৪৫.৫৬ স্ট্রাইক রেটে ৩৬১ রান করেছেন তিনি। সদ্য শেষ হওয়া আইপিএল-এ ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার ইউসুফ পাঠান। ১৫ ম্যাচ খেলে ৭২.২০ গড়ে ১৪৫.৫৬ স্ট্রাইক রেটে ৩৬১ রান করেছেন তিনি। আজ বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ইউসুফ পাঠানকে খেলানোর কথা আবাহনীর। রাতেই বিমানবন্দরে তার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে সিসিএমÑএমন তথ্যই দিয়েছেন প্রিমিয়ার ডিভিশনের কো-অর্ডিনেটর আমিন খান। এদিকে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ক্রিকেটার শচীন বেবির আসার কথা ছিল গতকাল পাঠানোর সঙ্গে একই ফ্লাইটে। তবে প্রাইম দোলেশ্বর শেষ পর্যন্ত পায়নি এই ভারতীয় ক্রিকেটারকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবাহনীতে ইউসুফ পাঠান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ