গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নাকে চিকিৎসার জন্য রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মাহমুদুর রহমান মান্নার পক্ষে ছিলেন আইনজীবী শাহ্দীন মালিক ও ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। পরে ইদ্রিসুর রহমান সাংবাদিকদের বলেন, মান্নার জামিন আবেদনের দেয়া রুলের শুনানি কালে আমরা একটি সম্পূরক আবেদন করি। যেখানে উল্লেখ করেছি, উনি শারীরিকভাবে অসুস্থ, উনি হার্টের রোগী, হার্টে ব্লক সেট আছে এবং শারীরিক অবস্থা ভালো নয়। পরবর্তীতে ঢাকা জেল কর্তৃপক্ষকে কোর্ট অর্ডার দিয়েছে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল ও রিসার্চ সেন্টারে চিকিৎসা দিতে। এর আগে গত ২১ মার্চ মান্নাকে কেন জামিন দেয়া হবে না, এই মর্মে তিন সপ্তাহের রুল জারি করেন আদালত। অসুস্থতা ও দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকার কারণ দেখিয়ে দুটি মামলায় মাহমুদুর রহমান মান্না জামিন আবেদন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।