Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেরুতে কঠোর অভিবাসন আইন চালু

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৯, ১২:১০ এএম

ভেনিজুয়েলার নাগরিকদের প্রবেশ ঠেকাতে কঠোর আইন করেছে পেরু। স্থানীয় সময় শনিবার মধ্যরাত থেকে চালু হতে যাওয়া এই আইন এড়াতে ইতিমধ্যে হাজার হাজার ভেনিজুয়েলার নাগরিক সীমান্ত পাড়ি দিয়ে পেরুতে প্রবেশের চেষ্টা করছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই অভিবাসন আইন চালু হলে ভিসা-পাসপোর্ট ছাড়া কোন ভেনিজুয়েলার নাগরিক আর পেরুতে প্রবেশ করতে পারবে না। যদিও এতদিন জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেনিজুয়েলার নাগরিকরা পেরুতে প্রবেশ করতে পারতো। কিন্তু নতুন এই কার্যকরের ফলে দেশটির ভিসা-পাসপোর্ট পাওয়া এখন অত্যন্ত কঠিন হবে। আর সে কারণে আইন চালু হওয়ার আগে পেরুতে প্রবেশ করতে চাইছে ভেনিজুয়েলার অভিবাসনপ্রত্যাশী বেশিরভাগ নাগরিক। লাতিন যুক্তরাষ্ট্রেরসমাজতান্ত্রিক এই দেশটিতে অর্থনৈতিক সমস্যার জের ধরে কয়েক মাস ধরে রাজনৈতিক সংকট চলছে। দেশটিতে মুদ্রাস্ফিতি বেড়ে যাওয়ায় খাদ্য ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যাপক সংকট চলছে। এই অবস্থায় জীবনযাপন কঠিন হয়ে পড়ায় টানা কয়েক বছর ধরে পাশ্ববর্তী দেশ পেরুসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন হাজার হাজার ভেনিজুয়েলার নাগরিক। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০১৫ সাল থেকে প্রায় ৪০ লাখ মানুষ ভেনিজুয়েলা থেকে ছেড়ে অন্যান্য দেশে আশ্রয় নিয়েছে। দেশটিতে অর্থনৈতিক পতনের জের ধরে উচ্চ বেকারত্ব, খাদ্য ও ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিবাসন আইন চালু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ