Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাসাঞ্জের শুনানি আগামী ফেব্রুয়ারিতে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৯, ১২:১০ এএম

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হবে কিনা তা নিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের আদালতে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। শুক্রবার লন্ডনের এক বিচারক শুনানির সময় নির্ধারণ করে দিয়েছেন। ওই শুনানি শেষ হতে বেশ কয়েক দিন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারি কম্পিউটার নেটওয়ার্ক হ্যাকের ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগে অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করতে তাকে প্রত্যর্পণ করতে ব্রিটিশ সরকারকে আনুষ্ঠানিক অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার লন্ডনের আদালতে এ সংক্রান্ত শুনানিতে ভিডিও লিংকে যুক্ত হয়ে অভিযোগ আবারও অস্বীকার করেছেন অ্যাসাঞ্জ। ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গত ১১ এপ্রিল রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। তারা জানায়, যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অনুরোধ সাপেক্ষেই তাকে গ্রেফতার করা হয়েছে। ১১ এপ্রিল তাকে জামিনের শর্ত ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে ব্রিটিশ আদালত। তখন থেকে বেলমার্শ নামক ‘যুক্তরাজ্যের গুয়ানতানামো বে’ খ্যাত কুখ্যাত কারাগারে রাখা হয়েছে তাকে। ১ মে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ৫০ সপ্তাহের সাজা ঘোষণা করা হয়। আর তার একদিন পরই (২ মে) যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের ব্যাপারে তার বিরুদ্ধে শুনানি শুরু করে ব্রিটিশ আদালত। এরই ধারাবাহিকতায় শুক্রবার লন্ডনের আদালতে আবারও শুনানি শুরু হয়। শুনানিতে মার্কিন সরকারের প্রতিনিধিত্বকারী ব্রিটিশ আইনজীবী বেন ব্রানডন বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে গোপন তথ্য ফাঁসের অন্যতম বড় ঘটনায় অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করতে চায় ওয়াশিংটন। তবে কারাগার থেকে ভিডিও লিংকে যুক্ত হয়ে সাদা দাড়ি সম্বলিত অ্যাসাঞ্জ ওই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, উইকিলিকস প্রকাশক ছাড়া আর কিছুই না। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাসাঞ্জের শুনানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ