Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অজ্ঞান পার্টির ৮ সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ৮ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ভোরে তাদের আটক করা হয় বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ জানিয়েছে।
রোজা ও ঈদকে কেন্দ্র করে রাজধানীতে কমপক্ষে দশটি অজ্ঞান ও মলম পার্টির চক্র সক্রিয় রয়েছে। তাদের সদস্য সংখ্যা অন্তত ১০০। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ৮ সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।
আটকরা হলেন মো. মেহেদি হাসান, মো. মনির হোসেন, মো. কামাল হোসেন, মো. আবুল হোসেন, কামাল হোসেন, মো. বাদশা, মো. জহির ও মো. আফজাল হোসেন।
রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) উপ-কমিশনার মাসুদুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, আটকদের কাছ থেকে ১৯টি চেতনানাশক ঔষধ ও ব্লেড উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে চলতি বাসে হকার সেজে ভ্রমণরত যাত্রীদের কৌশলে অজ্ঞান করে সবকিছু হাতিয়ে নিত। তারা ঝবফরষ ৫সম, ঊঢ়রঃৎধ ৫সম, ঞৎুঢ়ঃরহ ২৫সম, উড়ৎসরপঁস ৭.৫সম জাতীয় ওষুধ পানির সাথে মিশিয়ে নিজেদের কাছে ছোট কৌটার ভিতরে রেখে কৌশলে চা-কফি বা অন্যান্য পানীয় ও খাবারে ব্যবহার করে যাত্রীদের পান করাত এবং পরে সবকিছু লুটে নিত।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার দিদার আহমেদ বলেন, তাদের অধিকাংশই জেলহাজত থেকে জামিনে অল্প সময়ের মধ্যে বেরিয়ে এসে আবারও এ কাজে লিপ্ত হয়েছে। তবে যারা এ কাজে ফের লিপ্ত হয় তাদেরকে নজরদারিতে রাখা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অজ্ঞান পার্টির ৮ সদস্য গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ