Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজেটে পরোক্ষ রফতানিকারকেরা আশাহত: বিজিএপিএমইএ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৯, ৭:৩২ পিএম

প্রস্তাবিত বাজেটকে কর্মমূখী, শিল্প ও বিনিয়োগবান্ধব উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে আন্তরিকভাবে অভিনন্দন জানালেও এবারের স্মার্ট বাজেটেও আগের মতো পরোক্ষ রফতানিকারকেরা আশাহত হয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। শনিবার ( ১৫ জুন) সংগঠনটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়।

সংগঠনের সভাপতি মো. আব্দুল কাদের খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটে পোশাক খাতের উৎপাদিত পণ্যের ওপর রফতানি প্রণোদনা শতকরা ১ ভাগ বাড়লেও গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং খাতের ভাগ্যের সিঁকে খোলেনি। এই খাতের জন্য কোনও রফতানি প্রণোদনা নেই বা দেওয়ার আশ্বাসও নেই।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প খাতকে গার্মেন্টস শিল্পের মতো আর্থিক প্রণোদনা দেওয়ারও দাবি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প রফতানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার। তাই এ খাতের বিদ্যমান করপোরেট ট্যাক্স ৩৫ শতাংশ থেকে কমিয়ে গার্মেন্টস শিল্পের মতো ১০-১২ শতাংশ করারও অনুরোধ জানিয়েছে বিজিএপিএমই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেট ২০১৯


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ