Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পীরগাছায় পুলিশের সহযোগিতায় আসামীর বাড়িতে বাদীর সন্ত্রাসী হামলা

পীরগাছা (রংপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৯, ৬:৪৮ পিএম

রংপুরের পীরগাছায় পুলিশের সহযোগিতায় আসামীর বাড়িতে বাদী সন্ত্রাসী হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। শনিবার দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের পশ্চিম হাগুরিয়া হাশিম গ্রামে এ ঘটনায় এলাকাবাসী পুলিশের দুই এস আইকে তিন ঘণ্টা আটক করে রাখে।
ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ছাওলা ইউনিয়নের পশ্চিম হাগুরিয়া হাশিম গ্রামে সম্প্রতি সময়ে অটো রিকসা চুরির ঘটনাকে কেন্দ্র করে পাল্টা-পাল্টি দুটি মামলা দায়ের হয়। ওই মামলার আসামী ধরতে পীরগাছা থানার এস আই কনক ও আতিক ছাওলা ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহআলমের বাড়িতে উপস্থিত হয়ে আসামী খুঁজতে থাকে। এসময় পুলিশের সাথে থাকা মামলার বাদি আশিকুর রহমান আকাশ শাহআলমের পিতা আব্দুর রহমানের ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর শুরু করে। ভাংচুরের সময় শাহআলম ও তার লোকজন বাঁধা দিতে গেলে পুলিশ আকাশের পক্ষ নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। ভাংচুরের একপর্যায়ে এলাকাবাসী আকাশ ও পীরগাছা থানার এসআই কনক ও আতিককে আটক করে। দীর্ঘ ৩ ঘন্টা আটক থাকার পর উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিমের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করা হয়। এদিকে পুলিশ সাদা পোষাকে আসামী ধরার নামে বাদিকে ভাংচুরের সহযোগীতা করায় এলাকার শত শত লোক বিক্ষোভে ফেটে পড়ে। এঘটনায় ওই এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
ছাওলা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহআলম জানান, পূর্বশত্রুতার জের ধরে আশিক পুলিশের সহযোগীতায় আমার বাড়িতে হামলা চালায়। এসময় এলাকাবাসী ওই সন্ত্রাসী আশিক ও দুই পুলিশের এসআইকে আটক করে।
ঘটনাস্থলে আটক পীরগাছা থানার এসআই কনক বলেন, ঘটনাস্থলে আমাদের আটক করা হয়নি। মামলার বাদি আশিককে আটক করা হয়েছিল।
পীরগাছা উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন জানান, আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় ঘটনাস্থলে আটক দুই এসআইকে উদ্ধার করে থানায় পাঠাই।
পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশের সাথে ভুল বোঝাবুঝির কারণে একটি অপ্রীতিকার ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রংপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ