Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ার দুর্দান্ত শুরু

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৯, ৪:১৯ পিএম

টসে হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া দুর্দান্ত শুরু করেছে। দুই উদ্ভোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে দশ ওভারে পঞ্চাশ পেরিয়েছে অজিরা। ফিঞ্চ ৩৪ রানে ও ওয়ার্নার ১৬ রানে অপরাজিত আছেন।

১০ ওভার শেষে সংগ্রহ বিনা উইকেটে ৫৩ রান।

টসে জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, টসে জিতলে তিনিও প্রথমে বোলিং নিতেন। শ্রীলঙ্কা দলে নুয়ান প্রদীপ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। মিলান্ডা শ্রীবর্ধনেও আছেন মূল একাদশে। অস্ট্রেলিয়া দলে পরিবর্তন একটি। কোল্টার নাইলের পরিবর্তে আজ খেলছেন জেসন বেহানড্রফ।

অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জেসন বেহানড্রফ, কেন রিচার্ডসন।

শ্রীলঙ্কা স্কোয়াড: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), লাহিরু থিরিমানে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, মিলান্ডা শ্রীবর্ধনে, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ।

শীর্ষে যাওয়ার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি শ্রীলঙ্কা

লন্ডনে বিশ্বকাপের ২০তম ম্যাচে দুপুর সাড়ে তিনটায় অস্ট্রেলিয়ার মুখোমুখি শ্রীলঙ্কা। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নেয়া অজিরা এই ম্যাচ জিতলে উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে। আবার টানা দুই ম্যাচ বৃষ্টিতে খেলতে না পারা শ্রীলঙ্কার লক্ষ্যও থাকবে জয়ে। এ ম্যাচে লঙ্কানরা জয় তুলে নিলে তারা উঠে যাবে পয়েন্ট তালিকার চারে।

পরিসংখ্যান:

মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ আসরে আরও এগিয়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ওয়ানডেতে:

ম্যাচ: ৯৬

অস্ট্রেলিয়া জয়ী: ৬০

শ্রীলঙ্কা জয়ী: ৩২

পরিত্যক্ত: ৪

বিশ্বকাপে:

ম্যাচ: ৯

অস্ট্রেলিয়া জয়ী: ৭

শ্রীলঙ্কা জয়ী: ১

পরিত্যক্ত: ১



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ