মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ফের কূটনৈতিক প্রথা ভাঙার অভিযোগ উঠেছে। কিরগিজস্থানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের উদ্বোধনের দিন তিনি এই নিয়ম লঙ্ঘন করেছেন।
বৃহস্পতিবার এই সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। এ সময় সব দেশের প্রতিনিধিরা কূটনৈতিক নিয়ম মেনে উঠে দাঁড়ালেও ইমরান খান নিজ আসনে বসে ছিলেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে।
সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা এক এক করে সভাকক্ষে ঢুকছিলেন। তারা যখন সম্মেলন কক্ষে প্রবেশ করেন, তাদের স্বাগত জানাতে দাঁড়িয়ে ছিলেন আগে যারা ঢুকেছেন তারা।
কিন্তু ক্রিকেট থেকে রাজনীতিতে এসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান ছিলেন ব্যতিক্রম।ইমরান সভাকক্ষে ঢোকার পর সোজা গিয়ে নিজের আসনে বসেন।
তার পরেই ঢোকেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দাঁড়িয়ে থেকে রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানাচ্ছিলেন।
কিন্তু ইমরান খান খুবই অল্প সময়ের জন্য শুধু একবার দাঁড়ান, তাও যখন তার নাম সম্বোধন করা হয়েছে তখন।
এর আগে ওআইসির সম্মেলনে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে সাক্ষাতের সময় কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।