বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার সারিয়াকান্দির কাজলা পল্লীতে গ্রামবাসীর হামলায় ৪ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ১৬ গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউপির কটাপুর ও পাটেরদহ গ্রাম এলাকার মানুষদের মধ্যে ভয় ও ক্ষোভ সৃষ্টি হয়েছে । গ্রেফতার আতঙ্কে ওই এলাকার অধিকাংশ পরিবারের পুরুষ সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গত বুধবার দুপরে কটাপুর এলাকার বাজারে স্থানীয় একটি পুকুরের মালিকানা নিয়ে দু’দল মানুষের বিবাদ মেটাতে গ্রামবাসীদের নিয়ে বৈঠকে বসে পুলিশ। তবে একটি পক্ষে পুলিশের ভ‚মিকা নিয়ে শালিসে উপস্থিত লোকজনের একটি অংশ বিক্ষুদ্ধ হযে ওঠে। পুলিশ বিক্ষুদ্ধ লোকজনের মধ্যে ১ জনকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করলে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায় গ্রামবাসী ।
গ্রামবাসীর হামলায় গুরুতর আহত হন পুলিশের এএসআই মিজানুর ও নারায়ন কুমার এবং কনস্টেবল মামুন ও নজরুল । এ পরিস্থিতিতে পুলিশ কোনোক্রমে ঘটনাস্থল থেকে সারিয়াকান্দিতে ফিরে আসে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।