Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবচেয়ে বেশি বরাদ্দ জনপ্রশাসনে

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৯, ১২:০৪ এএম

এবার সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া প্রস্তাব রাখা হয়েছে জনপ্রশাসন খাতে। আর সবচেয়ে কম বরাদ্দ শিল্প ও অর্থনৈতিক সার্ভিস খাতে। জনপ্রশাসন খাতে মোট বাজেটের ১৮ দশমিক ৫ ভাগ এবং শিল্প ও অর্থনৈতিক সার্ভিসখাতে ০ দশমিক ৭ ভাগ বরাদ্দ দেয়া প্রস্তাব রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। বাজেটের বরাদ্দগুলো বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। ২০১৯-২০ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটে দেখা যায়, সবচেয়ে বেশি বরাদ্দের প্রস্তবা রাখা জনপ্রশাসন খাতে। এখাতের জন্য মোট বাজেটের ১৮ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। যার পরিমাণ এক লাখ ৫৪ হাজার ৯ কোটি টাকা। যা, চলতি বছরের বাজেটের তুলনায় ১৭ হাজার ১২২ কোটি টাকা বেশি। গত বছর এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ৩৬ হাজার ৮৮৭ কোটি টাকা। অন্যদিকে সবচেয়ে কম বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে শিল্প ও অর্থনৈতিক সার্ভিসে। এ খাতের জন্য তিন হাজার ৮৯১ কোটি টাকা বরাদ্দ দেওয়া প্রস্তাব করা হয়েছে। যা মোট বাজেটের মাত্র ০ দশমিক ৭ শতাংশ। যা চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ৪২৫ কোটি টাকা কম। ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দ ছিল তিন হাজার ৪৬৬ কোটি টাকা। নির্বাচনি ইশতেহারে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত সেবা প্রদান,প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সংস্কার কাযক্রম এবং মাঠ প্রশাসনকে তথ্য প্রযুক্তর আওতায় আনয়ন ও শক্তিশালীকরণকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে। সরকারি কর্মচারি আইন, ২০১৮ প্রণয়ন করা হয়েছে। দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের পদোন্নতি ও পদায়ন করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনপ্রশাসন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ