রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজারের দক্ষিণ পাশের হাজিবাড়ির কাছ থেকে সজল(২৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে বাবুল হাজি, নিরব হাজি, আ.লীগ নেতা বেলায়েত হোসেন, ইউপি সদস্য আ.করিমসহ স্থানীয়রা সজলকে গাঁজাসহ আটক করে। পরে মনিরাম বাজারে আনলে সংক্ষুব্ধ জনতা তার গলায় জুতার মালা দিয়ে বাজার প্রদক্ষিণ করে পুলিশের হাতে সোপর্দ করেছে। সজল টবগী ইউনিয়নের ছয় নাম্বার ওয়ার্ডের হরিদাস ঘোষের ছেলে। বাবুল হাজি, নিরব হাজি, আ.লীগ নেতা বেলায়েত হোসেন, ইউপি সদস্য আ. করিম জানান, সজল ও তার কয়েক সঙ্গী দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে এলাকার যুব সমাজকে ধ্বংস করছে। রাত সাড়ে ১০ টার দিকে স্থানীয় থানা পুলিশে খবর দিয়ে তাদের হাতে সজলকে সোপর্দ করা হয়। বোরহানউদ্দিন থানার ওসি মু. এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সজলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।