Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফালুজা পুনর্দখলে নিতে আইএসের প্রতিরোধের মুখে ইরাকি বাহিনী

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফালুজা পুনর্দখল করতে গিয়ে আইএসের প্রতিরোধের মুখে পড়েছে ইরাকি বাহিনী। ইসলামিক স্টেট’র কাছ থেকে ইরাকের ফালুজা শহর পুনর্দখলের জন্য চূড়ান্ত লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে ইরাকের বিশেষ বাহিনী। সামরিক কর্মকর্তারা জানাচ্ছেন, বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা সীমিত রাখতে তারা ধীরে এগুচ্ছেন এবং তারা ধারণা করছে হয়তো সমগ্র শহরব্যাপী বিভিন্ন গোপন স্থানে বোমা লুকিয়ে রাখা হতে পারে। তারা বলছেন, একটি চূড়ান্ত ফলাফল ছাড়া এই অভিযান শেষ হচ্ছে না। তবে ইসলামিক স্টেটও জোরালো প্রতিরোধ গড়ে তুলেছে বলেও খবর পাওয়া যাচ্ছে এবং সরকারি বাহিনীও বলছে যে, তারা সর্বশক্তি প্রয়োগ করে শহর পুনর্দখলের চেষ্টা করছে এবং প্রতিরোধ ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিবিসি জানায়, আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ফালুজার দক্ষিণাঞ্চলে পাল্টা আঘাত হানার চেষ্টা করছে আইএস। কয়েকশ’ মানুষ ফালুজা থেকে পালিয়ে পার্শ্ববর্তী বার্জিনজাহ শহরের একটি শিবিরে আশ্রয় নিয়েছে। শিবিরে আশ্রয় নেয়া একজন ইমাম বাহজেত ইব্রাহিম বলছিলেন, তার আত্মীয়দের জন্য ফালুজা শহরে থাকা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাগদাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ফালুজা শহরটি থেকে ইসলামিক স্টেটকে তাড়াতে এক সপ্তাহ আগে অভিযান শুরু করে ইরাকি সরকারি বাহিনী। মার্কিন নেতৃত্বাধীন জোটের যুদ্ধবিমান এবং ইরাকি বিমান বাহিনীর সহায়তায় সম্মুখবাহিনী এরইমধ্যে শহরের উপকণ্ঠে প্রবেশ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফালুজা শহরটি ২০১৪ সালের জানুয়ারি থেকেই আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। আশঙ্কা রয়েছে শহরটিতে আটকে পড়া হাজার-হাজার বেসামরিক নাগরিকের ভাগ্য নিয়ে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফালুজা পুনর্দখলে নিতে আইএসের প্রতিরোধের মুখে ইরাকি বাহিনী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ