মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের পুলগাওয়ে সামরিক বাহিনীর একটি অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকা-ে ১৭ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ১৯ জন আহত হয়েছেন বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। স্থানীয় সময় গত সোমবার দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে পুলগাওয়ের কেন্দ্রীয় গোলাবারুদ ডিপোতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন কর্মকর্তা ও ১৫ জন ডিফেন্স সিকিউরিটি কর্পস (ডিএসসি) রয়েছেন। প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, গোলাবারুদের ডিপোর একটি ছাউনিতে আগুন লাগে। প্রধান আগুন নিভিয়ে ফেলা হলেও দ্বিতীয় আগুন ও বিস্ফোরণ নেভাতে পারেননি তারা। খবরে বলা হয়, ভারতের বৃহত্তম ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ওই অস্ত্রগুদামে অগ্নিকা-ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল ও উদ্ধারকারী বাহিনী। নিরাপত্তার স্বার্থে গুদাম সংলগ্ন এলাকা থেকে এক হাজারের মত গ্রামবাসীকে অন্যত্র সরিয়ে নেয়। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।