Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোডসের ভাবনায় ‘বিস্ফোরক রাসেল’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৯, ১২:০৪ এএম

 শ্রীলঙ্কার বিপক্ষে ব্রিস্টলের বৃষ্টি প্রত্যাশিত এক পয়েন্ট কেড়ে নেওয়ায় হতাশ বাংলাদেশ দল। তবে সেই হতাশা পুষে রাখারও ফুরসত নেই। ভাবতে হচ্ছে পরের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ নিয়ে। আর সেই ভাবনায় প্রথমেই ভয়াল আতঙ্ক নিয়ে হাজির বিস্ফোরক ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। যদিও নিজেদের শক্তি আর সামর্থ্যে আছে এনে দুর্ভাবনার কিছু দেখছেন না কোন স্টিভ রোডস।

পরশু ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর বিরূপ আবহাওয়া আর রিজার্ভ ডে না থাকার হতাশা জানিয়ে পরের ম্যাচ নিয়ে ভাবনার কথা জানান কোচ। শ্রীলঙ্কার মতো র‌্যঙ্কিংয়ে বাংলাদেশ থেকে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজও। তবে বিশ্বকাপে তারা এসেছে ঝড় তুলতে পারা সব ব্যাটসম্যান নিয়ে। র‌্যাঙ্কিংয়ের হিসেব সরিয়ে নিজেদের দিনে ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শেই হোপরা যে কাউকে উড়িয়ে দিতে পারেন।

এদের মধ্যে রাসেলকে নিয়ে নিজেদের আলাদা ভাবনার কথা আড়াল করলেন না রোডস, ‘আন্দ্রে রাসেল ওদের সবচেয়ে বিস্ফোরক ক্রিকেটার, ভয়ংকর এক প্রতিপক্ষ সে। এই মুহূর্তে ব্যাট হাতের সময়ের সেরা হিটারদের একজন সে। তাকে বল করা ভীষণ কঠিন। যেকারো বিপক্ষে একাই ম্যাচ কেড়ে নেওয়ার সামর্থ্য আছে ওর। এছাড়াও বিপজ্জনক আরও অনেকে আছে ওদের দলে।’

রাসেলকে নিয়ে ভাবনা আছে বটে, তবে সেই ভাবনাকে দুর্ভাবনায় পরিণত হতে দিতে চান না বাংলাদেশের কোচ। বরং ক্যারিবিয়ানদের বিপক্ষে বরাবরই ভালো করা নিজেদের ক্রিকেটারদের উপরই ভরসা তার, ‘কিন্তু এও সত্য। আমাদেরও দারুণ কজন ক্রিকেটার আছে। সাদা বলে আমাদের সময়টাও ভাল যাচ্ছে। প্রতিপক্ষ নিয়ে খুব দুশ্চিন্তার কিছু দেখছি না। আমার বরং মনে হয় আমাদের বেশ কজন ক্রিকেটার নিয়ে ওরাও দুর্ভাবনায় থাকবে।’

রোডসের ভাবনায় যেখানে রাসেল, সেই ভয়টা আরো বাড়িয়ে দিলেন মাশরাফি বিন মুর্তজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের ভেন্যুর আকৃতির জন্য কঠিন চ্যালেঞ্জ দেখছেন বাংলাদেশ অধিনায়ক। মাশরাফি জানান, টানা দুই হারের পর বৃষ্টিতে একটি পয়েন্ট হারানোয় তাদের সামনে এখন কঠিন লড়াই, ‘সব দলের জন্যই মাঠে এসে খেলতে না পারা হতাশাজনক। টন্টন, হ্যাঁ, খুব ছোট মাঠ। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটা সহজ হবে না। তবে আমাদের খুব ভালো খেলার কোনো বিকল্প নেই। আমাদের জয়ের কোনো বিকল্প নেই।’
চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে আছে বাংলাদেশ। তিন ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ঠিক ওপরে রয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ