Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদি আরবকে গুচ্ছবোমা না দেয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদি আরবকে কোন প্রকার গুচ্ছবোমা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সউদি সরকার ইয়েমেনের ওপর নির্বিচারে গুচ্ছবোমা হামলা চালাচ্ছে এবং এর ফলে হতাহতের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ উঠার পর এ সিদ্ধান্ত নেয়া হয় বলে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এ সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে যুদ্ধবিরোধী মার্কিন সংগঠনগুলো। সউদি আরবের কাছে সব ধরনের অস্ত্র বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা আরোপেরও দাবি জানান তারা। ইয়েমেনে ২০১৫ সাল থেকে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে হুতি বিদ্রোহীরা। নিজেদের সমর্থনপুষ্ট ইয়েমেন সরকারকে ক্ষমতায় রাখতে সেখানে হামলা চালিয়ে আসছে সউদি বাহিনী। এ ব্যাপারে মার্কিন প্রশাসনের একজন মুখপাত্র বলেন, সউদি সরকারের সেনাবাহিনীর সামর্থ্য বৃদ্ধির অংশ হিসেবে তাদেরকে মিলিয়ন ডলারের অস্ত্র দেয়া হয়েছিল। কিন্তু সউদি জোট ইয়েমেনের বেসামরিক অঞ্চলে এসব বোমা নির্বিচারে ব্যবহার করায় মার্কিন সরকার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আর কখনও এ ধরনের বোমা বিক্রি করা হবে না তাদের কাছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদি আরবকে গুচ্ছবোমা না দেয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ