Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাক্ষাৎ করুন নইলে ব্যবস্থা, শি’কে ট্রাম্প

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৯, ১২:০৫ এএম

আমার সঙ্গে সাক্ষাৎ করুন না হলে অন্য ব্যবস্থা নেওয়া হবে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের আরো ৩০ হাজার কোটি ডলারের রপ্তানি পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করার কথা বলেছেন। চলতি মাসের শেষ দিকে জাপানে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের অবকাশে ট্রাম্প চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেন। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আশা করি আমরা সাক্ষাৎ করব। তবে সাক্ষাৎ হলেও ভালো, না হলেও ভালো। আগামী ২৮ ও ২৯ জুন জাপানের ওসাকা শহরে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে যদি চীনা প্রেসিডেন্ট বৈঠকে না বসেন তাহলে কী বেইজিংয়ের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যা তাই করা হবে। তবে চীনা প্রেসিডেন্ট বৈঠকে না বসলে প্রেসিডেন্ট ট্রাম্প অপমান বোধ করবেন না; তিনি অপমানিত হতে শেখেননি বলেও মন্তব্য করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। চীনা রফতানি পণ্যে যুক্তরাষ্ট্রের দফায় দফায় শুল্কারোপের পরও থেমে নেই দেশটির বৈদেশিক বাণিজ্য। মে মাসে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। যা গেল এপ্রিলের তুলনায় ৬শ› কোটি মার্কিন ডলার বা শূন্য দশমিক ২ শতাংশ বেশি। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের শুল্কারোপের মধ্যেও নিজেদের বাণিজ্য ব্যবস্থা টিকিয়ে রাখতে এরইমধ্যে নানামুখী উদ্যোগ নিতে শুরু করেছে চীন। পণ্যের উৎপাদন ব্যবস্থায় সহজিকরণ ও নতুন নতুন বাজার তৈরিতে ব্যস্ত দেশটি। এমন প্রেক্ষাপটে চীনের রফতানি পণ্যে আবারো শুল্কারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আসন্ন জি-টোয়েন্টি সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে আশাবাদী তিনি। ওই বৈঠকে চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ নিরসনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনার কথা জানান তিনি। তবে প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে অংশ না নিলে বা বৈঠকে আগ্রহী না হলে আরো ৩০ হাজার কোটি ডলারের চীনা রফতানি পণ্যে নতুন করে শুল্কারোপের হুমকি দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। আমার মনে হয়, তিনিও সেটা জানেন। জি-টোয়েন্টি সম্মেলনে তার সঙ্গে আমার বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। চীনের বিভিন্ন পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। যার সুফল আমরা এরইমধ্যে পেয়েছি। শুল্কারোপের কারণে আমাদের জিডিপি অনেক বেড়ে গেছে। জাতীয় নিরাপত্তা হুমকি মুখে পড়ার আশঙ্কা থেকেই চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিষ্ঠানটির ওপর অবরোধ আরোপের কারণে, চীনের সঙ্গে যে সঙ্কট তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, হুয়াওয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে অবাধে তথ্য সংগ্রহ করছে চীন। যা যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদেশগুলোর জন্য চরম হুমকি। হুয়াওয়ের ওপর অবরোধ আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসবো না আমরা। তবে আমি মনে করি, প্রেসিডেন্ট ট্রাম্প এসব বিষয় নিয়ে চীনের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন। এমন প্রেক্ষাপটে স্যামসাং, মাইক্রো সফট এবং ডেলসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করছে চীন সরকার। একে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে স্বাভাবিক বৈঠক বলে দাবি করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সিএনবিসি, ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ