মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে একমাত্র সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাজ্য কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সুযোগ বিজেপি ও আরএসএসকে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ন্যাশনাল কনফারেন্স। রাজ্যের পরিচয়ের উপর যেকোন আঘাত আগুন নিয়ে খেলার শামিল বলেও দলটি হুঁশিয়ার করে দিয়েছে। এক বিবৃতিতে ন্যাশনাল কনফারেন্সের সাধারণ সম্পাদক আলি মোহাম্মদ সাগর বলেন, রাজ্যের বিশেষ মর্যাদা বাতিলের মতো যে কোন দুঃসাহসের পরিণাম হবে ভয়াবহ। এ ধরনের তৎপরতা রাজ্যে আগুন জ্বালিয়ে দেবে। তিনি বলেন, সংবিধানের ধারা ৩৭০ বাতিল করা হলে তা ভারতীয় ইউনিয়নে মহারাজার যোগদানকে নাকচ করে দেবে। সাগর আরো বলেন, নয়া দিল্লি ও শ্রীনগরের মধ্যে বন্ধনকে শুদ্ধ করেছে ধারা ৩৭০। তাই রাজ্যের বিশেষ মর্যাদার যেকোন লঙ্ঘন ভারত ইউনিয়নের সঙ্গে কাশ্মীর রাজ্যের সংযোগের বিষয়টিকে প্রশ্নের মুখে ফেলে দেবে। বিজেপি ও আরএসএস-কে রাজ্যের বিশেষ মর্যাদা বাতিলের মতো শয়তানি দাবি বন্ধ করতে বলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।