মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হংকংয়ের নেতা ক্যারি ল্যাম বলেন, গণবিক্ষোভ সত্তে¡ও তিনি বিতর্কিত বহিঃসমর্পণ বিল থেকে সরে আসবেন না। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ বিল হংকংয়ের জন্য খুবই জরুরি, তাছাড়া এ বিলের ফলে মানবাধিকার সুরক্ষা পাবে। খবর বিবিসি। বিতর্কিত এ বিলের সমালোচকরা বলছেন, এ বিল পাস হলে পার্শ্ববর্তী দেশ বিশেষত চীন এ বিলের সুযোগ নেবে। হংকং বহিঃসমর্পণ বিল পাস করলে হংকংয়ে অবস্থানরত বহু বিরোধীদলীয় রাজনৈতিক নেতাকর্মীকে চীন নিজের মূল ভূখÐে ফিরিয়ে নিতে পারবে। বিক্ষোভকারীরা বলছে, এ বিলের ফলে হংকংয়ে চীনের হস্তক্ষেপ বাড়বে এবং এ বিল মানবাধিকারের লঙ্ঘন। এদিকে এ বিলের বিরোধিতা করে রোববার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। রোববারের বিক্ষোভে অংশ নিতে প্রায় ২০ লাখ মানুষ রাস্তায় নেমেছে বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে হংকংয়ের পুলিশ জানিয়েছে, বিক্ষোভে অংশ নেয়া মানুষের সংখ্যা বড়জোর ২ লাখ ৪০ হাজার হতে পারে। প্রসঙ্গত, বিশাল এ বিক্ষোভের কলকাঠি বিদেশী শক্তিরা নাড়ছে বলে চীনা সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।