Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনন্য উচ্চতায় কুক

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : নুয়ান প্রদীপের বল ফ্লিক করে ফাইন লেগ দিয়ে পাঠিয়ে দিলেন বাউন্ডারির দড়িতে। এরপর অনন্য এক প্রাপ্তিসুখে বাহু উঁচু করেন অ্যালিস্টার কুক। এর আগে যা কোন ইংলিশ করে দেখাতে পারেনি সেটাই করলেন ইংলিশ অধিনায়ক। প্রথম ইংলিশ হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কুক। আর বয়সের বিচারে হয়ে গেলেন ইতিহাসের সর্বকনিষ্ট দশ হাজারি ব্যাটসম্যান। ২০০৫ সালে শচীন টেন্ডুলকার এই জাদুকরী সংখ্যা স্পর্শ করেছিলেন ৩১ বছর ১০ মাস ২০ দিন বয়সে, একই সংখ্যায় পৌঁছাতে কুকের লাগে ৩১ বছর ৫ মাস ৫ দিন। সব মিলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে কুক হলেন ১০ হাজারি ক্লাবের ১২তম ক্রিকেটার। এমন প্রাপ্তির দিনে ৪৭ রানে অপরাজিত থেকে যখন মাঠ ছেড়ে বেরোচ্ছেন দলের পাশে তখন ৯ উইকেটের জয় লেখা হয়ে গেছে। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে তার দলের প্রয়োজন ছিল মাত্র ৭৯ রানের।
স্বদেশী গ্রাহাম গুচের ৮৯০০ রানের রান টপকে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন এক বছর আগেই। এবার তিনি নিজেকে নিয়ে গেলেন ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, মাহেলা জয়াবর্ধনে, সুনিল গাভাস্কার, জ্যাক ক্যালিস, অ্যালেন বোর্ডার, স্টিভ ওয়াহ ও শচীন টেহুুলকারদের কাতারে। ১২৮ টেস্টে ২৮টি শতকেও সব ইংলিশদের ছাড়িয়ে কুক। ২০০৬ সালে ভারতের বিপক্ষে অভিশেষ টেষ্টেই শতকের দেখা পেয়েছিলেন এই ডানহাতি। এর পরের টেস্টে খেলতে পারেননি অসুস্থতার কারনে। এরপর থেকে ইংলিশদের প্রতিটা টেস্টেই মাঠে নেমেছেন কুক। ২০১২ সালে অ্যান্ড্রু স্ট্রাইসের কাছ খেকে অধিনায়কের টুপি পরেন তিনি। এরপর ইংলিশদের ২০১৩ ও ২০১৫ অ্যাসেজ জয়ে নেতৃত্ব দেন কুক।
অথচ দিনটা হতে পারত চান্দিমালের। ডারহাম টেস্টে সফরকারী শ্রীলঙ্কার পরাজয় বিলম্বিত করেন দিনেশ চান্দিমাল। ¯্রােতের প্রতিক’লে দাঁড়িয়ে ১২৬ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন লঙ্কান উইকেটকিপার। এসময় তাকে যোগ্য সঙ্গ দেন রঙ্গনা হেরাথ (৬১)। ৪৭৫ রানে শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৩টি ও দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে ৫টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন জেমস অ্যান্ডারসন। প্রথম ইনিংসে ইংলিশদের ৪৯৮/৯ (ডি.) রানের জবাবে ১০১ রানে অল আউট হয় শ্রীলঙ্কা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনন্য উচ্চতায় কুক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ