Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বড্ড দেরি করে জানালে এবি’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ৭:৪৫ পিএম

অবসর ভেঙে বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। সাউথহ্যাম্পটনে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস জানান, ভারতে আইপিএল খেলার সময় তাকে ফোনে এই প্রস্তাবের কথা জানান এবি। কিন্তু শেষ মুহূর্তে পাওয়া ডি ভিলিয়র্সের প্রস্তাব বিবেচনা করার সময় ছিল না বলে জানান ডু প্লেসিস।

ডু প্লেসিস বলেন, “আমরা জাস্ট ফোনে আড্ডা মারছিলাম। এটা দল ঘোষণা হওয়ার আগের দিনের কথা। এবিও যে খুব সিরিয়সলি বলেছিল, তা নয়। ‘আমার কী ইচ্ছে করছে জানো...’ এরকম ভাবেই বলেছিল।” “আমি ওকে বললাম, ‘ইশ, আর একটু আগে যদি বলতে! কাল একবার কোচ আর সিলেক্টরদের সঙ্গে কথা বলে দেখি।’ পরের দিন যখন ওদের জানালাম, প্রত্যেকেই এক কথা বলল। বিশ্বকাপের দল ৯৯.৯৯ ভাগ পাকা, এখন আর সেটা বদলানোর কোনও উপায় নেই।”

ডি ভিলিয়র্স যে বিশ্বকাপে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন, এই খবরটা যখন জানাজানি হয়, তখন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরেছে। স্বাভাবিকভাবেই এটা নিয়ে কানাঘুষো শুরু যায়। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচ বাতিল হওয়ায় অবশেষে সোমবার দক্ষিণ আফ্রিকা ২০১৯ বিশ্বকাপে তাদের প্রথম পয়েন্ট পায়।

এই ঘটনা কী দলের মধ্যে কোনও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে কি না এমন প্রশ্নে ডু প্লেসিস বলেন, ‘খবরটা জানাজানি হওয়ার পর নিশ্চয়ই সেটা নিয়ে প্রত্যেকেই ভেবেছে, তবে বিরাট কোনও প্রভাব পড়েছে বলে আমার মনে হয়নি।’ ‘একদিন শুধু আমরা সবাই বসে আলোচনা করেছি, যাতে কারো মনে এটা নিয়ে কোনও ধোঁয়াশা না থাকে। ব্যস, ওটুকুই। তার পর আবার যে যার নিজের কাজে মন দিয়েছি। তবে এরকম একটা ব্যাপার হলে হঠাৎ করে সবকিছু একটু বদলে যায়। মনে হয়, এই তো, এবার তো ভাল খেলে দেখাতেই হবে।’

এই ঘটনার পর ডি ভিলিয়র্সের সঙ্গে তার সম্পর্ক আর আগের মত থাকবে কি না এমন প্রশ্ন হেসে উড়িয়ে দেন ৩৬ বছর বয়সী অধিনায়ক, ‘একটা ছুটকো ঘটনায় এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, এমনটা আপনারা ভাবলেন কী করে।’

১৫ই জুন কার্ডিফে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের পরবর্তি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।

 

ÔeÇ †`wi K‡i Rvbv‡j GweÕ

†¯úvU©m †W¯‹ : Aemi †f‡O wek¦Kvc w`‡q AvšÍR©vwZK wµ‡K‡U †divi B”Qvi K_v Rvwb‡qwQ‡jb `w¶Y Avwd«Kvi gviKz‡U e¨vUmg¨vb Gwe wW wfwjqvm©| mvD_n¨v¤úU‡b I‡q÷ BwÛR-`wÿY Avwd«Kv g¨vP cwiZ¨³ nIqvi ci mvsevw`K‡`i cÖ‡kœi Dˇi †cÖvwUqv `jcwZ dvd Wz †cøwmm Rvbvb, fvi‡Z AvBwcGj †Ljvi mgq Zv‡K †dv‡b GB cÖ¯Ív‡ei K_v Rvbvb Gwe| wKš‘ †kl gyn~‡Z© cvIqv wW wfwjq‡m©i cÖ¯Íve we‡ePbv Kivi mgq wQj bv e‡j Rvbvb Wz †cøwmm|

Wz †cøwmm e‡jb, ÒAvgiv Rv÷ †dv‡b AvÇv gviwQjvg| GUv `j †NvlYv nIqvi Av‡Mi w`‡bi K_v| GweI †h Lye wmwiqmwj e‡jwQj, Zv bq| ÔAvgvi Kx B‡”Q Ki‡Q Rv‡bv...Õ GiKg fv‡eB e‡jwQj|Ó ÒAvwg I‡K ejjvg, ÔBk, Avi GKUz Av‡M hw` ej‡Z! Kvj GKevi †KvP Avi wm‡j±i‡`i m‡½ K_v e‡j †`wL|Õ c‡ii w`b hLb I‡`i Rvbvjvg, cÖ‡Z¨‡KB GK K_v ejj| wek¦Kv‡ci `j 99.99 fvM cvKv, GLb Avi †mUv e`jv‡bvi †KvbI Dcvq †bB|Ó

wW wfwjqm© †h wek¦Kv‡c †Ljvi B”QvcÖKvk K‡iwQ‡jb, GB LeiUv hLb RvbvRvwb nq, ZLb `w¶Y Avwd«Kv wek¦Kv‡c Uvbv wZb g¨vP †n‡i‡Q| ¯^vfvweKfv‡eB GUv wb‡q KvbvNy‡lv ïiæ hvq| I‡q÷ BwÛ‡Ri m‡½ g¨vP evwZj nIqvq Ae‡k‡l †mvgevi `w¶Y Avwd«Kv 2019 wek¦Kv‡c Zv‡`i cÖ_g c‡q›U cvq|

GB NUbv Kx `‡ji g‡a¨ †KvbI weiƒc cÖwZwµqv ˆZwi K‡i‡Q wK bv Ggb cÖ‡kœ Wz †cøwmm e‡jb, ÔLeiUv RvbvRvwb nIqvi ci wbðqB †mUv wb‡q cÖ‡Z¨‡KB †f‡e‡Q, Z‡e weivU †KvbI cÖfve c‡o‡Q e‡j Avgvi g‡b nqwb|Õ ÔGKw`b ïay Avgiv mevB e‡m Av‡jvPbv K‡iwQ, hv‡Z Kv‡iv g‡b GUv wb‡q †KvbI †avuqvkv bv _v‡K| e¨m, IUzKzB| Zvi ci Avevi †h hvi wb‡Ri Kv‡R gb w`‡qwQ| Z‡e GiKg GKUv e¨vcvi n‡j nVvr K‡i mewKQy GKUy e`‡j hvq| g‡b nq, GB †Zv, Gevi †Zv fvj †L‡j †`Lv‡ZB n‡e|Õ

GB NUbvi ci wW wfwjq‡m©i m‡½ Zvi m¤úK© Avi Av‡Mi gZ _vK‡e wK bv Ggb cÖkœ †n‡m Dwo‡q †`b 36 eQi eqmx AwabvqK, ÔGKUv QyU‡Kv NUbvq GZw`‡bi eÜyZ¡ bó n‡q hv‡e, GgbUv Avcbviv fve‡jb Kx K‡i|Õ

15B Ryb KvwW©‡d AvdMvwb¯Ív‡bi wec‡ÿ wb‡R‡`i ciewZ© g¨vP †Lj‡e `w¶Y Avwd«Kv|

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ