Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেনা মাঠে ফিরে পাওয়ার আশায় আমির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ৫:৫৩ পিএম

আগামীকাল টনটনে বিশ্বকাপের ১৭তম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। এই মাঠেই তিন বছর আগে দক্ষিণাঞ্চলীয় কাউন্টি শহর সামারসেটের বিপক্ষে এসেক্সের হয়ে ইংল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরেছিলেন পাক পেসার মোহাম্মাদ আমির। পুরনো চেনা মাঠে নতুন করে ফিরে আসাটা স্মরণীয় করে রাখতে চান বাঁ-হাতি পেসার।
২০১০ সালের লর্ডস টেস্টে নতুন বলের সঙ্গী মোহাম্মদ আসিফসহ ম্যাচ ম্যাচ ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষিদ্ধ ও জেল খাটার আগে আমির ছিলেন ক্যারিয়ারে ফর্মের তুঙ্গে। ঐ সময় পাকিস্তানী অধিানয়ক সালমান বাটের নির্দেশেই আসিফ ও আমির বিতর্কিত ঐ ঘটনায় জড়িয়ে পড়েছিলেন। ২০১০ মৌসুমে দুর্দান্ত গতি ও সুইংয়ে হেডিংলির নিরপেক্ষ ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে প্রথম দিনে আমির ২০ রানে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। আমিরের বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়ার ইনিংস মাত্র ৮৮ রানে গুড়িয়ে গিয়েছিল। ২০১৬ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে নতুনভাবে ফিরে এসে আবারো আমির ছয় বছর আগের সেই পারফরমেন্স দেখিয়েছিলেন। টনটনে সামারসেটের বিপক্ষে তিনি প্রথম ম্যাচেই ৩৬ রানে নিয়েছিলেন ৩ উইকেট। তিনটি উইকেটই পেয়েছিলেন দুর্দান্ত সুইংয়ের মাধ্যমে।
ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজের আগে ১৪ ম্যাচে ৫ উইকেট পাওয়া আমিরের এবারের বিশ্বকাপে অংশগ্রহণই পড়েছিল অনিশ্চয়তায়। ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়ে যাওয়া প্রথম ম্যাচে আমির বোলিং করেননি। শেষ চার ম্যাচে খেলতে পারেননি চিকেন পক্সের কারনে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ড ৪-০ ব্যবধানে পাকিস্তানকে বিধ্বস্ত করেছিল। যে কারনে বিশ্বকাপের প্রাথমিক দল থেকেও বাদ পড়েন তারকা এই পেসার। যদিও শেষ পর্যন্ত ১৫ জনের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা করে নেন ২৭ বছর বয়সী আমির।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরাজয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করে পাকিস্তান। ঐ ম্যাচের মাধ্যমে বিশ্বকাপে অভিষেক হয় আমিরের। ট্রেন্ট ব্রীজের ম্যাচটিতে ক্যারিবীয় বোলিং তোপে মাত্র ১০৫ রানে অল আউট হওয়ার পর পাকিস্তানী বোলারদের সামনে কার্যত ম্যাচে লড়াই করার কিছুই ছিল না। তারপরেও ২৬ রানে ৩ উইকেট তুলে নিয়ে আমির প্রমান করেছেন তাকে দলে নিয়ে নির্বাচকরা খুব একটা ভুল করেননি।
এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে নটিংহ্যামে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষেও ৬৭ রানে আমির ২ উইকেট তুলে নিয়েছেন। ম্যাচটিতে ফেবারিট ইংল্যান্ডকে ১৪ রানে পরাজিত করে দারুনভাবে লড়াইয়ে ফিরে এসেছে পাকিস্তান। যদিও ব্রিস্টলে বৃষ্টির কারনে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় হতাশ হতে হয় পাকিস্তানকে।
কাল অবশ্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কঠির পরীক্ষার মুখে পাকিস্তানকে পড়তে হবে তা সহজেই অনুমেয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ১৪ ম্যাচে মাত্র একটিতে জয়ী হয়েছে পাকিস্তান। বাস্তবতা মেনে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা খুব একটা বেশী ম্যাচ জিততে পারিনি। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষেও আমাদের খুব বেশী ম্যাচ জয়ের রেকর্ড ছিল না। শেষ পর্যন্ত ইংল্যান্ডকে আমরা হারাতে সক্ষম হয়েছি। ঐ ম্যাচটি আমাদের ইতিবাচক অনেক কিছুই দিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি সেই ধরনের আগ্রাসী মনোভাব নিয়েই কাল মাঠে নামবো।’
আগের ম্যাচে ভারতের কাছে ৩৬ রানের পরাজয়ে কিছুটা হলেও অস্ট্রেলিয়া আত্মবিশ্বাস হারিয়েছে। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর এটাই অজিদের এবারের বিশ্বকাপে প্রথম পরাজয়। আর সেই সুযোগটাই নিতে চান সরফরাজ, ‘আমরা জানি অস্ট্রেলিয়া ফিরে আসার চেষ্টা করবে। বিশেষ করে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার দলে ফিরে আসার তাদের শক্তি নিঃসন্দেহে বৃদ্ধি পেয়েছে। আমরা সব প্রতিপক্ষকে শ্রদ্ধা করি। কালকের ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’
এদিকে অস্ট্রেলিয়া আশা করছে ওয়ার্নার তার বিধ্বংসী ভূমিকায় ফিরে এসে দলকে সহযোগিতা করবে। ভারত ও আফগানদের বিপক্ষে হাফ সেঞ্চুরি পেয়েছেন এই হার্ড হিটিং ওপেনার। ভারতের বিপক্ষে ৮৪ বলে ওয়ার্নার ৫৬ রান সংগ্রহ করেছেন, এর মধ্যে ৪৮টি ছিল ডট বল। যদিও এই ধরনের ব্যাটিং ওয়ার্নারের স্বাভাবিক খেলার সাথে মোটেই মানানসই নয়। ওয়ার্নারের ওপেনিং জুটি ও অস্ট্রেলীয় অধিনায়ক এ্যারন ফিঞ্চ অবশ্য ওয়ার্নারের পক্ষেই কথা বলেছেন। তার মতে, স্মিথ ও ওয়ার্নার বল টেম্পারিং ঘটনায় নিষিদ্ধ থাকার দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। সবকিছুর সাথে নতুনভাবে মানিয়ে নিতে তাদের কিছুটা সময় লাগবে। ওয়ার্নার বিশ্বমানের খেলোয়াড়, দ্রুতই সে নিজেকে স্বরুপে ফিরিয়ে আনবে বলে আশাবাদী ফিঞ্চ, ‘তারা (ভারত) ওয়ার্নারের বিপক্ষে দারুণ বল করেছে এবং তার আরো কিছু সময় দরকার। সে বিশ্ব মানের খেলোয়াড় এবং দ্রুতই সে ঘুরে দাঁড়াবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ