Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পিন বোলিং কোচের সন্ধানে বিসিবি

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত বছরের জানুয়ারিতে টেকনিক্যাল কমিটি গঠনের পর এই কমিটিকে ডেকে বোর্ড সভাপতি প্রথমে কথা বলেছেন গত বছরের জুলাইয়ে। দ.আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে প্রথম ২টি টি-২০ এবং প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশ দল হেরে যাওয়ায় এই মুরব্বিস্থানীয় কমিটির শরণাপন্ন হয়ে তাদের প্রস্তাবনা গ্রহণে লাভবান হয়েছে বোর্ড। ০-১ এ পিছিয়ে থেকে ওয়ানডে সিরিজ ২-১ এ জিতে নিয়েছে বাংলাদেশ দল। আবার এখন যখন বোলিং কোচ হিথ স্ট্রিক চলে যাওয়ায় পদটি হয়েছে শূন্য, এবং ওয়ার্কিং কমিটির প্রস্তাব করে নির্বাচক কমিটির পরিধি ৩ থেকে ৭ এ উন্নীত করার তখন ওয়ার্কিং কমিটির সদস্য শফিকুল হক হীরা, এ এস এম ফারুক, জাহাঙ্গীর শাহ বাদশা, মাইনুল হক মাইনু, ইশতিয়াক আহমেদ ও আতাহার আলীর শরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে নিয়েছেন মতামত বোর্ড সভাপতি গতকাল। এই সভাতেই উঠেছে চলমান বেশ ক’টি ইস্যু। পেস বোলিং কোচ হিসেবে বিসিবি’র পছন্দের তালিকায় আছেন যারা, তাদের সম্পর্কে ধারণা নিয়ে সেরা বোলিং কোচকে বেছে নেয়ার প্রস্তাবনা পেয়েছেন বিসিবি সভাপতি। পাশাপাশি দলে শ্রীলংকান বোলিং স্পিন কোচ রুয়ান কালপাগে থাকতেও নুতন স্পিন কোচ নিযুক্ত করার পক্ষে বোর্ডের অবস্থানের কথা জানিয়েছেন বোর্ড সভাপতিÑ‘সাথে সাথে আমরা স্পিন বোলিংয়ের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করেছি। এ ব্যাপারে উনাদের মতামত নেয়া হয়েছে। গত টি-২০ বিশ্বকাপে আরাফাত সানি নিষেধাজ্ঞার কারণে বাদ পড়াল তার রিপ্লেশমেন্ট খুঁজতে মাথা খারাপ হয়ে গেছে আমাদের। এক সময় আমাদের স্পিন ডিপার্টমেন্ট ছিল সেরা। এখন স্পিনে সে ধার দেখছি না। তাই একজন স্পিন কোচের খুব দরকার।’
টেকনিক্যাল কমিটি টেস্টে মনোযোগী হওয়ার পরামর্শও দিয়েছে বোর্ডকেÑ ‘একটি গুরুত্বপূর্ণ ইস্যু উনারা (টেকনিক্যাল কমিটি) তুলেছেন। সেটা হচ্ছে টেস্ট। আমরা ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে কিছুটা উন্নতি করেছি কিন্তু টেস্টে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। টেস্টে ভালো করতে কি পরিকল্পনা নেয়া যায় তা আলোচনা হয়েছে। পরবর্তীতেও উনাদের কাছ থেকে পরামর্শ আসবে।’
ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং রীতিমতো ক্ষুদ্ধ করে তুলেছে বোর্ড সভাপতিকে। বিশেষ করে ঢাকার দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের আম্পায়ারিংয়ের মান এতোটাই ক্ষুদ্ধ করেছে যে, মিডিয়াকে বলতে বাধ্য হয়েছেন সে চিত্রÑ‘তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগের আম্পায়ারিং নিয়ে বেশ কিছু জায়গা থেকে কথাবার্তা আমাদের কানে এসেছে। উনাদের সাথে এ নিয়ে আমরা বিষদ আলোচনা করেছি। কি করে আমরা এটা বন্ধ করতে পারি, তা দেখছি। আমরা চাই ক্রিকেটে একদম আনফেয়ার কিচু থাকা চলবে না। প্রিমিয়ার ডিভিশনেও আনফেয়ার আম্পায়ারিংয়েও ফেয়ার প্লে চাচ্ছি আমরা। তা না হলে আমরা নতুন নতুন খেলোয়াড় খুঁজে পাবো না। ’
আগামী আগস্টে ভারতের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশ দলের সফর করার কথা। অথচ এ বছরের ডিসেম্বরে ভারত ক্রিকেট দল তাদের আন্তর্জাতিক সূচি ঘোষণা করলেও করেনি বাংলাদেশ দলের ভারত সফরসূচি। আইপিএলের খেলা দেখতে ভারত সফরে বিসিবি সভাপতি যাওয়ার পরও এই সফর নিয়ে নাকি কোন দ্বি-পাক্ষিক আলাপ হয়নি বলে জানিয়েছেন পাপনÑ ‘আমি গিয়েছিলাম কলকাতা এবং হায়দারাবাদের খেলা দেখার জন্য। সেখানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট, সেক্রেটারি কেউ ছিল না, তাই আলাপ হয়নি।’ আগামী ১০-১২ দিনের মধ্যে ভারত সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে টেস্টে দ্বি-স্তরের যে প্রস্তাবনার কথা ভাবছে আইসিসি, তা অনুমোদিত হলে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড্ড ক্ষতি হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডর টিভি সম্প্রচার স্বত্তে¡র মূল্য যাবে কমে। দ্বিতীয় স্তরে খেলার এমন সম্ভাবনা অবশ্য এক্ষুণি দেখার পক্ষপাতি নন বিসিবি সভাপতিÑ ‘ওটা তো এখনো নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে আসেনি। আইসিসি’র বোর্ড সভায় আগে আসুক। তার পর আমরা আমাদের অবস্থানের কথা জানাব।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পিন বোলিং কোচের সন্ধানে বিসিবি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ