Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলদেশের সীমা

বাতেন বাহার | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আমার এ দেশ গিরি নদী বন সবুজ সোনালি মাঠ
হাজার সাধক পীরের মাজার পুণ্য স্নানের ঘাট!
শত যুগ ধরে পাশাপাশি আছে মন্দির মসজিদ
বৌদ্ধ বিহার গীর্জার পাশে অজয় প্রেমের গীত।
ধর্মের নামে নেই হানাহানি। বিশ্বাসে ভরা প্রেম
সম্প্রীতি ভরা মার বুক খানি, বন্ধু রহিম শ্যাম।
মুসলিম যায় খ্রিস্টান পাড়া-বৌদ্ধ বিহারে হিন্দু
ভালোবাসা আর সেরা সম্প্রীতি মিলেমিশে ভাব সিন্ধু।

নবীন কিশোর স্বাধীনতা প্রিয়, স্বর্গের ন্যায় মাতা
হৃদয়ে অমর একুশের বাণী, বিজয়ের সুর গাথা।
বুকের ভেতর ভাষার মিনার- মিনারে ভাষার মান
স্বদেশের মতো দশ দিশি জুড়ে বাংলার জয় গান।
সকলের মনে ভাষার শপথ, স্বাধীনতা সুখ খাসা
গরিয়সী মার অবারিত মুখ নন্দিত ভালোবাসা।
পাখির জীবন শাশ্বত মহান, বাঙালি জাতি সেরা
ভেঙেছে আজ মনের দেয়াল, মানে না তারের বেড়া।

পাখিদের মতো উড়ে যেথা, যারা আজ বাংলার দূত
গরবিনী মার সুখে-দুখে তারা অজেয় সাহসি পুত।
তাই তো আমার সোনার বাংলা দিকে দিকে সুমধুর
বাংলা ভাষার আসর এখন দূর থেকে বহু দূর।
দূর থেকে দূরে সুখ সুখ ভাব বিজয় নিশান ওড়ে
বাংলা ভাষার ঘোর কাটে রোজ অগ্নিবীনার সুরে।
তাই নজরুল রবি ঠাকুরের গান যেথা মধুরিমা
ততটুকু আজ। ‘অমর কবি’র বাংলাদেশের সীমা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলদেশের সীমা

১৮ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন