মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইসরাইলের ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ তছরুপের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ। এ জন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার সুপারিশ করেছে পুলিশ। ইসরাইলি গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে। গত রবিবার এক বিবৃতিতে পুলিশ বলেছে, তারা তদন্ত শেষ করে প্রতিবেদন প্রসিকিউটরদের কাছে জমা দিয়েছে। তারাই এখন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কী পদক্ষেপ নেয়া যায়। পুলিশের বিবৃতিতে এ সম্পর্কে তেমন কিছু বলা না হলেও অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যমে এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, তিনি তার অসুস্থ বাবার চিকিৎসা বিল রাষ্ট্রীয় তহবিল থেকে পরিশোধ করেছেন, যদিও তিনি আইন অনুসারে এটা পাবার যোগ্য নন। এ ছাড়া সরকারি টেন্ডারের নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সারা নিজেদের ব্যক্তিগত বাড়ির জন্য সরকারি টাকায় ইলেকট্রিশিয়ান ভাড়া করেছেন এবং বিলাসী খাবার কিনেছেন। তবে ফেসুবক পোস্টে নেতানিয়াহু দাবি করেছেন, তার স্ত্রীর বিরুদ্ধে কোনো সুপারিশ করেনি পুলিশ এবং তিনি কোনো অন্যায়ও করেননি। আলজাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।