Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেনিজুয়েলায় বন্দুকধারীর হামলায় নিহত ১১

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলায় বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হয়েছে। দেশটির টরুজিলো প্রদেশে ওই ১১ জনকে তাদের বাসা থেকে বের করে এনে অতর্কিতে গুলি চালিয়ে গাড়ি ও মোটরসাইকেলযোগে পালিয়ে যায় অজ্ঞাত বন্দুকধারীরা। নিহতদের মধ্যে ৩ কিশোর ও এক কলম্বিয়ান নাগরিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে দেশটির অর্থনৈতিক মন্দাভাবই এ ধরনের সন্ত্রাসী কর্মকা-ের জন্য দায়ী বলে জানিয়েছে দেশটির বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠান। ২০১৪ সালেই দেশটিতে কমপক্ষে ২৫ হাজার মানুষ নৃশংস হত্যাকা-ের শিকার হয়েছিল বলে এক প্রতিবেদন প্রকাশ করে ভেনিজুয়েলার পর্যবেক্ষক দল। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেনিজুয়েলায় বন্দুকধারীর হামলায় নিহত ১১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ