Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রশিদকে নিয়ে শঙ্কা দেখছেন না অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ৭:৫৭ পিএম

চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করেননি আফগানিস্তানের তারকা বোলার রশিদ খান। ব্যাটিংয়ের সময় লুকি ফার্গুসনের বল তার মাথায় আঘাত হানলে পরে আর মাঠে নামেননি রশিদ। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন এবং পরবর্তি ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব।
শনিবার টন্টনে ম্যাচের ৩৪তম ওভারে ফার্গুসনের লেন্থ বল পড়তে ভুল করেন রশিদ। যেমনটি তিনি ভেবেছিলেন বল ছিল তার চেয়ে শর্ট। ডাক করতে গিয়ে বলের লাইন মিস করেন। বল এসে হেলমেটে আঘাত হেনে স্টাম্প ভেঙে দেয়। কোনো রান না করে সাজঘরে ফেরেন রশিদ। মাঠ ছাড়ার সময় তার আইপিএল অধিনায়ক কেন উইলিয়ামসন দ্রুত এগিয়ে এসে অবস্থা জানতে চান। মাঠ ছাড়ার সময় রশিদের শরীরে অস্বস্তি ভাব ছিল স্পষ্ট। ড্রেসিংরুমে ফেরার আগেই রশিদকে পর্যবেক্ষণ করেন দলীয় ফিজিও। পরে আর তিনি মাঠে নামতে পারেননি। ম্যাচটি ৭ উইকেটে হেরে যায় আফগানিস্তান।
ম্যাচ শেষে অধিনায়ক গুলবাদিন জানান, ভয়ের কিছু নেই, ২৩ বছর বয়সী বোলার সুস্থ আছেন তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। নাইবের বিশ্বাস তার দলের লেগ-স্পিনার সুস্থ হয়ে পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন, ‘ও অনেকটাই সুস্থ। ডাক্তার ওকে মাঠে যেতে বারন করেছে, তবে ও সুস্থ বোধ করছে। ওর বিশ্রাম দরকার। আমাদের হাতে এখনও কিছু দিন রয়েছে।’
তিনি আরও জানান, ‘আমি ফিজিওকে জিজ্ঞেস করেছিলাম ওর বিশ্রাম প্রয়োজন কিনা। একটা মাথা ব্যথা রয়েছে। পরের ম্যাচের আগে আমাদের হাতে এক সপ্তাহের বিরতি রয়েছে। আর ও এখন অনেকটা সুস্থ বোধ করছে। কিছু টেস্টের জন্য ওকে হাসপাতালে যেতে হবে।’ ‘ও ভাল আছে। আফগান মানুষরা শক্তপোক্ত হয়। এটা খুব সামান্য বিষয়।’
আগামী শনিবার বিশ্বকাপে নিজেদের পরবর্তি ম্যাচ খেলতে নামবে জয়ের অপেক্ষায় থাকা আফগানস্তান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ