Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্যার জন উইলসন স্কুল বর্ধিত টিউশন ফি গ্রহণ স্থগিত করেছেন হাইকোর্ট

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর বাড্ডার সাতারকুলে অবস্থিত স্যার জন উইলসন স্কুলে চলতি শিক্ষাবর্ষে বর্ধিত টিউশন ফিসহ (টার্ম চার্জ) অন্যান্য ফি গ্রহণ স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ শেষে এ আদেশ দেন। একই সঙ্গে স্কুলটিকে কেন বেসরকারি স্কুল (ইংরেজি মাধ্যম) নিবন্ধন নীতিমালার আওতায় আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্কুলের বোর্ড অব ট্রাস্টি, অধ্যক্ষসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। আদেশের পরে অনীক আর হক সাংবাদিকদের বলেন, এর ফলে এখন চলতি শিক্ষাবর্ষের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত টিউশন ফি, সেশন ফিসহ অন্যান্য ফি আদায় করা যাবে না। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানের মালিক স্বেচ্ছাচারিভাবে ভর্তি ফি, বুক ফি ও সেশনফি নির্ধারণ ও আদায় করেছে, যা বেসরকারি (ইংরেজি মাধ্যম) বিদ্যালয় নিবন্ধন নীতিমালা-২০০৭ এর ৭, ৯, ১৭ ও ২০ ধারা পরিপন্থী। এর আগে গত ২৫ মে স্যার জন উইলসন স্কুলে চলতি শিক্ষাবর্ষে অস্বাভাবিক হারে টিউশন ফি বাড়ানো হয়। পরে স্কুল কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দশম শ্রেণির এক শিক্ষার্থীসহ ৩৩ অভিভাবক হাইকোর্টে রিট আবেদন করেন। গতকাল শুনানি শেষে আদালত এ আদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্যার জন উইলসন স্কুল বর্ধিত টিউশন ফি গ্রহণ স্থগিত করেছেন হাইকোর্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ