Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনায়াসে জিতলো নিউজিল্যান্ড

আইসিসি বিশ্বকাপ ২০১৯

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৯, ৬:২৯ পিএম | আপডেট : ১:৪২ এএম, ৯ জুন, ২০১৯

কেন উইলিয়ামসনের অপরাজিত ৭৯ রানে ভর করে অনায়াসে আফগানিস্তানকে হারালো নিউজিল্যান্ড। এছাড়াও ছোট রান তাড়ায় টেইলর করেন ৪৮ রান। বিশ্বকাপে তিন ম্যাচ খেলে সবকয়টিতে জয় তুলে নিয়েছে কিউইরা্। পয়েন্ট টেবিলের শীর্ষে এখন তাদের অবস্থান। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে সবকয়টিতে হেরে আফগানরা আছে দশে।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ১৭২/১০ (৪১.১ ওভার) (জাজাই ৩৪, নূর আলী ৩১, রহমত ০, শহিদি ৫৯, নাইব ৪, নবী ৯, নাজিবুল্লাহ ৪, ইকরাম ২, রশিদ ০, আফতাব ১৪, হামিদ ৭*; হেনরি ৫০/০, বোল্ট ৩৪/০, ফার্গুসন ৩৭/৪, নিসাম ৩১/৫, গ্রান্ডহোম ১৪/১)

নিউজিল্যান্ড:  ১৭৩/৩ (৩২ ওভার) (গাপটিল ০, মুনরো ২২, উইলিয়ামসন ৭৯*, টেইলর ৪৮, লাথাম ১৩*; আফতাব ৪৫/৩, হামিদ ৩১/০, নাইব ৫৫/০, নবী ১৮/০, রহমত ২১/০)

ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী

ম্যাচসেরা: জেমস নিসাম

আফতাবের তৃতীয় শিকার টেইলর

প্রথমে দুই উইকেট নেয়া আফতাব পরের স্পেলে আবারে ঝলক দেখালেন। আক্রমণাত্বক হয়ে ওঠা টেইলরকে সরাসরি বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান তিনি। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা আফতাবের শিকার হওয়ার আগে ৪৮ রান করেন টেইলর। উইলিয়ামসন ৫১ রানে ও লাথাম ৪ রানে অপরাজিত আছেন।

দলীয় সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান। জয়ের জন্য আর প্রয়োজন মাত্র ৩৯ রান। 

উইলিয়ামসন-টেইলরে একশ পেরুল কিউইরা

ছোট রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত দুই উকেট পতনের পর উইলিয়ামসন-টেইলর জুটিতে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। এই দুই ব্যাটসম্যান এখন অবধি ৬০ রান যোগ করেছে। উইলিয়ামসন ৪২ রানে ও টেইলর ২৮ রানে অপরাজিত আছেন। এই দুই ব্যাটসম্যানে ভর করে ২২তম ওভারে দলীয় শতরান পূর্ণ করে নিউজিল্যান্ড।

দলীয় সংগ্রহ ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০১ রান। জয়ের জন্য কিউইদের আরও প্রয়োজন ৭২ রান। হাতে আছে ২৮ ওভার।

ধাক্কা কাটিয়ে না উঠতেই আবারো আফতাবের আঘাত

দ্বিতীয় উইকেটে ৪১ রানের জুটিতে কলিন মুনরো ও কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডকে এগিয়ে নিচ্ছিলেন। এমন সময় মুনরোকে ফিরিয়ে আবারো কিউিইদের রাশ টেনে ধরলেন আফতাব আলম। উইলিয়ামসনের সঙ্গে যোগ দিলেন রস টেইলর।

স্কোর : ৯ ওভারে ৪৬/২

প্রথম বলেই গাপটিলকে ফেরালেন আফতাব

১৭৩ রানের মামূলি লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই মার্টিন গাপটিলের উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা আফতাব আলমের বলে নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দেন এই কিউই ওপেনার।

৫ ওভার শেষে ঐ এক উইকেট হারানো কিউইদের সংগ্রহ ৩১।

নিশাম-ফার্গুসনে লণ্ডভণ্ড আফগানিস্তান

শুরু থেকেই ছড়ি ঘুরিয়েছেন আফগানিস্তানের ওপর। জিমি নিশাম আর লকি ফার্গুসনের বোলিং তোপেই লণ্ডভণ্ড আফগান ব্যাটিং লাইনআপ। ১০ ওভারে মাত্র ৩১ রান দিয়ে একাই ৫ উইকেট নিয়েছেন নিশাম, মাত্র ৩৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন লকি ফার্গুসন। ৯.১ ওভারের স্পেলে আছে ৩টি মেডেনও।

বাকিদের আসা যাওয়ার মিছিলেন স্রোতের বিপরীতে একাই লড়াই করেছেন হাশমতউল্লাহ শহীদি (৬৯)। এছাড়া ওপেনিং জুটিতে ৬৬ রান যোগ করা হজরতউল্লাহ জাজাই (৩৪) আর নূর আলী জাদরানের (৩১) পর চতুর্থ সেরা ইনিংসটি এসেছে টেল এন্ডার আফতাব আলমের (১৪) ব্যাট থেকে!

আর তাতে ৪১.১ ওভারে মাত্র ১৭২ রানেই গুটিয়ে গেছে আফগানিস্তান।

বৃষ্টির পর নিশাম তাণ্ডব

বৃষ্টির বাধা পেরিয়ে মাঠে নামার পর আবারও নিশাম তোপে লণ্ডভণ্ড আফগানরা। আগের তিন উইকেটের পর নিজের ৭ম ওভারে জোড়া উইকেট নিয়ে ধ্বংসস্তূপে পরিণত করেছেন আফগান ব্যটিং লাইন-আপকে। নবীকে ৯ রানে ও নজিবুল্লাহকে ৪ রানে লাথামের তালুবন্দী করেন এই কিউই অলরাউন্ডার। এ ম্যাচে তিনি পাঁচ উইকেট লাভ করলেন। বিশ্বকাপে স্টার্কের পর তিনি দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি অর্জন করলেন। ইকরাম আলি খিল (০*) ও শহিদি (৩*) এখন ব্যাট করছেন।

স্কোর-২৭ ওভারে ১২০/৬।

দ্বিতীয় দফা বৃষ্টির পর খেলা শুরু

দ্বিতীয় দফা বৃিষ্টির পর আবারও খেলা গড়িয়েছে মাঠে। কোন ওভার কাটা যায়নি। শহিদি ১৪ ও নবী ৯ রানে অপরাজিত আছেন। ২৩তম ওভারেই শতরানে পৌঁছে গেল আফগানরা।

স্কোর-২৩ ওভারে ১০০/৪।

ফের বৃষ্টির হানা, খেলা বন্ধ

মাত্র ১৪ বল খেলা মাঠে গড়ানোর পর আবারো বৃষ্টিতে খেলা বন্ধ আছে। শহিদি ১৩ ও নবী ৯ রানে অপরাজিত আছে।

স্কোর-২২.২ ওভারে ৯৯/৪।

বৃষ্টির পর আবার খেলা শুরু

বৃষ্টির কিছুক্ষন আবার শুরু হয়েছে খেলা। মাত্র ১৫ মিনিট খেলা বন্ধ থাকার কারনে কোন ওভার কাটা যায়নি। খেলাটি ৫০ ওভারেই হবে। নবী ৭ রানে ও শহিদি ১২ রানে অপরাজিত আছেন।

স্কোর-২১ ওভারে ৪ উইকেটে ৯০ রান।

বৃষ্টিতে বন্ধ আফগানিস্তান-নিউজিল্যান্ড খেলা

আগের দিন পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। আজ ম্যাচের ২০ ওভারের মাথায় দেখা গেল বৃষ্টির হানা। শহিদি ৭ রানে ও নবী ৬ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের পক্ষে নিসাম ৩টি ও ফার্গুসন ১টি উইকেট নিয়েছেন।

স্কোর-২০ ওভারে ৮৪/৪।

ঝড়ো শুরুর পর আফগান শিবিরে ধ্বস

দুই ওপেনারের হাত ধরে শুরুটা হয়েছিল দুর্দান্ত। ঝড়ো বলা না গেলেও রানের চাকা সচল রেখেই এগুচ্ছিলেন হজরতউল্লাহ আর নূর আলী। ১০ ওভারে ৬৬ রান থেকে এক ঝড়েই সেই জুটিকে উড়িয়ে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নিয়েছে নিউজিল্যান্ড।

হজরতউল্লাহকে ফেরানোর পরের ওভারেই রহমত শাহকে (০) ফেরান জিমি নিশাম, মাঝে নূর আলীর (৩১) শিকারী লকি ফার্গুসন। তার দুই ওভার পর আবার নিসামের শিকার নাইব (৪*)। এম্যাচে নিসাম এখন পর্যন্ত তিন উইকেট পেয়েছেন। নবী (১*) ও শহিদি (০*) এই মুহুর্তে ক্রিজে আছেন।

১৬ ওভার শেষে ৪ উইকেট হারানো আফগানিস্তানের সংগ্রহ - ৭১।

টস হেরে ব্যাটিংয়ে আফগানিস্তান

আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরের অষ্টম দিনে ১৩তম ম্যাচে মুখোমুখি আফগানিস্তান-নিউজিল্যান্ড। টন্টনে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

টস হেরে ব্যাট করতে নেমে ৬ ওভার শেষে কোন উইকেট না হারানো আফগানিস্তানের সংগ্রহ ৩৩। হজরতউল্লাহ ১৮ এবং নূর আলী ব্যাট করছেন ১৯ রানে।

এর আগে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। জিতলে ব্যাটিংই নিতেন বলে জানালেন আফগান দলপতি গুলবাদিন নাইবও।

একদশে কোন পরিবর্তন নেই নিউজিল্যান্ডের। বাংলাদেশের বিপক্ষে উইনিং কম্বিনেশন নিয়েই খেলতে নেমেছে ব্ল্যাক ক্যাপসরা। তবে হাঁটুর চোটে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের বদলে আজ তিনটি পরিবর্তন এসেছে আফগান শিবিরে।

শেহজাদের জায়গায় খেলছেন তরুণ উইকেটরক্ষক ইকরাম আলী খিল, পেসার দৌলত জাদরানকে বিশ্রাম দিয়ে দলে এসেছেন আফতাব আলম এবং ভাতিজা মুজিব-উর-রহমানের বদলে আজ খেলছেন চাচা অলরাউন্ডার নুর আলী জাদরান।

একাদশ

আফগানিস্তান : ইকরাম আলী খিল (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব (অধিনায়ক), রশিদ খান, নুর আলী জাদরান, হামিদ হাসান, আফতাব আলম।

নিউজিল্যান্ড : মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইরেটরক্ষক), জেমস নিসাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ