Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবনমন: ফ্রিডম হাউজের প্রতিবেদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৯, ১২:০৪ পিএম | আপডেট : ১২:০৫ পিএম, ৮ জুন, ২০১৯

বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে কিছুটা অবনমন ঘটেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা বলছে, গত এক দশক ধরে বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অবনতি হচ্ছে।

ফ্রিডম হাউজের ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড ডাটার তথ্যমতে, গত এক দশকে বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা পরিস্থিতি খারাপ হয়েছে। মুক্ত সমাজ ও কর্তৃত্ব পরায়ণ রাষ্ট্রের নতুন ধরনের নিপীড়ন হচ্ছে।

আগে ইউরোশিয়া ও মধ্যপ্রাচ্যে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বাধ্যবাধকতা দেখা গেলেও এখন ইউরোপের বিভিন্ন দেশেও এ ধরনের ট্রেন্ড পরিলক্ষিত হচ্ছে।

এমনকি বিশ্বের অন্যতম প্রভাবশালী গণতান্ত্রিক কয়েকটি দেশের গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে। এসব দেশের অধিকাংশ মানুষ আর নিরপেক্ষ খবর ও তথ্য পান না। এমন নয় যে, এসব দেশের সাংবাদিকদের জেলে ঢোকানো হচ্ছে- বরং এখানে উল্টোটাই হচ্ছে।

এখন সরকার সমর্থিত মালিকানা পরিবর্তন, নিয়ন্ত্রক সংস্থা ও আর্থিক চাপ এবং সৎ সাংবাদিক জনসম্মুখে অপমান করা হচ্ছে। এ ধরনের আরও বিভিন্ন উপায়ে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। এসব দেশের নেতৃত্বের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যারা রয়েছে তাদের পক্ষে কথা বলা জনগণের পক্ষে নয়।

ফ্রিডম হাউসের প্রতিবেদনে চীন, রাশিয়া, সৌদি আরবকে গণমাধ্যমের সবচেয়ে খারাপ দেশের তালিকায় রাখা হয়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, শ্রীলঙ্কা, ভুটান ও নেপালের অবস্থান বাংলাদেশের চেয়েও ভালো। সূচকের বাংলাদেশের সহাবস্থানে রয়েছে পাকিস্তান, কঙ্গো, কিউবা ও মিশরসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ