Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াকাটায় পর্যটকদের ভিড়

মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) : | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৯, ১২:০৪ এএম

 ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর ঈদের এ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে পর্যটকদের ভিড় জমেছে কুয়াকাটায়। ঈদের এই লম্বা ছুটিতে হাজারো পর্যটকের পদচারনায় মুখর কুয়াকাটা সৈকত। পর্যটকদের আতিথেয়তায় ব্যস্ত সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িরা। এ ছাড়া পর্যটকদের নিচ্ছিদ্র নিরাপত্তায় কাজ করছে ট্যুরিষ্ট পুলিশ, থানা পুলিশ, নৌ-পুলিশসহ ফায়ার সার্ভিস কর্মীরা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ঈদের দিন বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সী-বিচসহ বিভিন্ন দর্শণীয় স্থানে দেশি-বিদেশি নানা বয়সের হাজারো পর্যটকের ভিড়। পর্যটকের ভাড়ে দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বৈরী আবহাওয়া থাকা সত্তে¡ও সমুদ্রের ঢেউয়ের উম্মাদনার সাথে হৈ হুল্লোর করে গোসল করছেন পর্যটকরা।এছাড়া দ্রæতগামি স্পিড বোটগুলো উচ্চ শব্দ করে একের পর এক পর্যটক বোঝাই করে গভীর সমুদ্রে ছুটে যাচ্ছে। ছোট ছোট ফাইবার বোটগুলো নানা বয়সী পর্যটকদের নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ছুটে যাচ্ছে। আবাসিক হোটেল-মোটেল, খাবার ঘর ও শপিংমলসহ পর্যটনমুখি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে বেচা-বিক্রি। স্থানীয় রাখাইন মার্কেট, নারিকেল বাগান, ইকোপার্ক, জাতীয় উদ্যান, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, সীমা বৌদ্ধ বিহার, সুন্দরবনের পূর্বাঞ্চল খ্যাত ফাতরার বনাঞ্চল, গঙ্গামতি, কাউয়ার চর, লেম্বুর চর, শুটকি পল্লী, লাল কাকড়ার চর ও সৈকতের জিরো পয়েন্টে শিশু কিশোর যুবক যুবতীসহ নানা বয়সী পর্যটকের পদচারণায় এখন মুখরিত কুয়াকাটা। আর পর্যটকদের বাড়তি নিরাপত্তায় বিভিন্ন দুর্গম স্পটেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ট্যুরিষ্ট পুলিশ।
সমুদ্র বাড়ি রিসোর্টের সত্ত¡াধিকারি জহিরুল ইসলাম মিরন জানান, ঈদের প্রথম দিকে হোটেল বুকিং না থাকলেও এখন মোটামুটি ভালই বুকিং আছে। ঈদের পর থেকে পর্যটকের ভিড় বাড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুয়াকাটা

১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ