Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুরফুরে বাংলাদেশ মনমরা মুশফিক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৯, ১২:০৫ এএম

যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন ওয়েলসের ন্যাশনাল এসেম্বলি ভবনে ক্রিকেটারদের সংবর্ধনার আয়োজন করেছিল। নয়নাভিরাম কার্ডিফ শহরের কার্ডিফ বে’তে গতপরশু বিকেলের সেই অনুষ্ঠানে সবারই বেশ ফুরফুরে মেজাজ। তবে একজনের চেহারার জমে থাকা মেঘ আলাদা করে নজর কাড়ল। মুশফিকুর রহিম আনন্দ আয়োজনেও রাজ্যের অন্ধকার মুখে ঝিম মেরে দাঁড়িয়ে রইলেন। তার কারণও অবশ্য আছে। নিউজিল্যান্ডের কাছে দল হারায় ভক্ত সমর্থকদের কাঠগড়ায় তিনি। কেইন উইলিয়ামসনকে রান আউটের সহজ সুযোগ হাতছাড়া করেছিলেন। মুশফিকের উইকেটকিপিং নিয়ে তাই ফের উঠেছে প্রশ্ন। আগের দিন সংবাদ সম্মেলনেও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সেই প্রশ্নের জবাব দিতে হয়েছে। বরাবরের মতোই অধিনায়ক আগলেছেন তাকে। এই সংবর্ধনা অনুষ্ঠানেও একপাশে গোমড়া মুখে দাঁড়িয়ে থাকা মুশফিকের কাছে গেলেন অধিনায়ক মাশরাফি। কাঁধে হাত রেখে তাকে কিছু একটা বললেন, হয়তো বোঝালেন।

ভাব-সাবে মনে হলো, মনমরা মুশফিককে চাঙ্গা করতে চাইছেন অধিনায়ক। তবে তাতে কতটা লাভ হলো কে জানে। অনুষ্ঠান শেষে এসেম্বলি ভবনের বাইরে নীল জলরাশির অপরূপ সৌন্দর্য্যে অনেকেই ছবি তুলছিলেন, মুশফিকের মন সেদিকেও থাকল না। আনুষ্ঠানিক দায় সেরে সোজা চলে গেলেন বাসে। মুখে হাসি নেই, সতীর্থদের সঙ্গেও কথা নেই। আবেগী চরিত্রের মুশফিক যেকোনো ক্ষতই সহজে ভুলতে পারেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে থিতু হয়ে নিজে রানআউট হওয়া আর উইলিয়াসনকে বাগে পেয়ে গড়বড় করার খচখচানিতেই হয়তো ভীষণ আক্রান্ত তিনি।

যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ক্রিকেটারদের প্রেরণা দিতে এই আয়োজন করেছিলেন। মুশফিক একপাশে বিষণ্ণ থাকলেও হাইকমিশনারের উষ্ণ অভ্যর্থনায় হাসিখুশি ছিলেন বাকিরা। উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও। তিনি আবার শুনিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয় প্রধানমন্ত্রী কীভাবে ভ্রমণের মধ্যেও উপভোগ করেছেন শোনালেন সেই গল্প।
যে নিউজিল্যান্ড ম্যাচের পর কার্ডিফ শহরে এসে মুশফিকের এমন দশা, দুই বছর আগে সেই কার্ডিফের মাঠেই কিউইদের রোমাঞ্চকরভাবে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে গিয়েছিল বাংলাদেশ। ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারানো সেই ঐতিহাসিক ম্যাচও এখানেই। অধিনায়ক মাশরাফি তাই কার্ডিফ ভেন্যু যে তাদের জন্য কতটা পয়া তা শুনিয়েছেন আবার। আজ ইংল্যান্ডের বিপক্ষে এখানেই কঠিন ম্যাচ। কিন্তু পয়া ভেন্যু বলেই বড় কিছুর আশা বাংলাদেশের। বলা যায় না, নিউজিল্যান্ডের বিপক্ষে ভুলের ক্ষত নিয়ে ছটফট করতে থাকা মুশফিকই হয়ত এই ম্যাচে সব পুষিয়ে দিলেন!

 



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ৮ জুন, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    মুসফিক তোমার মনে রাখা প্রয়োজন পরাজয় বিশ্ব ক্রিকেট এর পরাক্রমশালী দল গুলো ভয়ে কাপাকাপি শুরু হয়ে গেছে। আমরা টিভির সামনে বসি বিজয়ী হও য়ার আত্ববিশ্বাস নিয়ে। পরাজয়ে কান্না পায় বিজয়ে হাসি দেশ জাতি সবাই। একদিন আমরা ক্রিকেট পরাশক্তি হয়ে বলে কয়ে পরাজিত করবো পতিপক্ষকে। এখন ভাবতে হবে কি করে চার নম্ভরে থাকবে। মুসফিকের জন্য হাজার শত দোয়া আজ দিনটি মুসফিকের হউক এই প্রার্থনা।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ৮ জুন, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    মুসফিক তোমার মনে রাখা প্রয়োজন পরাজয় বিশ্ব ক্রিকেট এর পরাক্রমশালী দল গুলো ভয়ে কাপাকাপি শুরু হয়ে গেছে। আমরা টিভির সামনে বসি বিজয়ী হও য়ার আত্ববিশ্বাস নিয়ে। পরাজয়ে কান্না পায় বিজয়ে হাসি দেশ জাতি সবাই। একদিন আমরা ক্রিকেট পরাশক্তি হয়ে বলে কয়ে পরাজিত করবো পতিপক্ষকে। এখন ভাবতে হবে কি করে চার নম্ভরে থাকবে। মুসফিকের জন্য হাজার শত দোয়া আজ দিনটি মুসফিকের হউক এই প্রার্থনা।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ৮ জুন, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    মুসফিক তোমার মনে রাখা প্রয়োজন পরাজয় বিশ্ব ক্রিকেট এর পরাক্রমশালী দল গুলো ভয়ে কাপাকাপি শুরু হয়ে গেছে। আমরা টিভির সামনে বসি বিজয়ী হও য়ার আত্ববিশ্বাস নিয়ে। পরাজয়ে কান্না পায় বিজয়ে হাসি দেশ জাতি সবাই। একদিন আমরা ক্রিকেট পরাশক্তি হয়ে বলে কয়ে পরাজিত করবো পতিপক্ষকে। এখন ভাবতে হবে কি করে চার নম্ভরে থাকবে। মুসফিকের জন্য হাজার শত দোয়া আজ দিনটি মুসফিকের হউক এই প্রার্থনা।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ৮ জুন, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    মুসফিক তোমার মনে রাখা প্রয়োজন পরাজয় বিশ্ব ক্রিকেট এর পরাক্রমশালী দল গুলো ভয়ে কাপাকাপি শুরু হয়ে গেছে। আমরা টিভির সামনে বসি বিজয়ী হও য়ার আত্ববিশ্বাস নিয়ে। পরাজয়ে কান্না পায় বিজয়ে হাসি দেশ জাতি সবাই। একদিন আমরা ক্রিকেট পরাশক্তি হয়ে বলে কয়ে পরাজিত করবো পতিপক্ষকে। এখন ভাবতে হবে কি করে চার নম্ভরে থাকবে। মুসফিকের জন্য হাজার শত দোয়া আজ দিনটি মুসফিকের হউক এই প্রার্থনা।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ৮ জুন, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    মুসফিক তোমার মনে রাখা প্রয়োজন পরাজয় বিশ্ব ক্রিকেট এর পরাক্রমশালী দল গুলো ভয়ে কাপাকাপি শুরু হয়ে গেছে। আমরা টিভির সামনে বসি বিজয়ী হও য়ার আত্ববিশ্বাস নিয়ে। পরাজয়ে কান্না পায় বিজয়ে হাসি দেশ জাতি সবাই। একদিন আমরা ক্রিকেট পরাশক্তি হয়ে বলে কয়ে পরাজিত করবো পতিপক্ষকে। এখন ভাবতে হবে কি করে চার নম্ভরে থাকবে। মুসফিকের জন্য হাজার শত দোয়া আজ দিনটি মুসফিকের হউক এই প্রার্থনা।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ৮ জুন, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    মুসফিক তোমার মনে রাখা প্রয়োজন পরাজয় বিশ্ব ক্রিকেট এর পরাক্রমশালী দল গুলো ভয়ে কাপাকাপি শুরু হয়ে গেছে। আমরা টিভির সামনে বসি বিজয়ী হও য়ার আত্ববিশ্বাস নিয়ে। পরাজয়ে কান্না পায় বিজয়ে হাসি দেশ জাতি সবাই। একদিন আমরা ক্রিকেট পরাশক্তি হয়ে বলে কয়ে পরাজিত করবো পতিপক্ষকে। এখন ভাবতে হবে কি করে চার নম্ভরে থাকবে। মুসফিকের জন্য হাজার শত দোয়া আজ দিনটি মুসফিকের হউক এই প্রার্থনা।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ৮ জুন, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    মুসফিক তোমার মনে রাখা প্রয়োজন পরাজয় বিশ্ব ক্রিকেট এর পরাক্রমশালী দল গুলো ভয়ে কাপাকাপি শুরু হয়ে গেছে। আমরা টিভির সামনে বসি বিজয়ী হও য়ার আত্ববিশ্বাস নিয়ে। পরাজয়ে কান্না পায় বিজয়ে হাসি দেশ জাতি সবাই। একদিন আমরা ক্রিকেট পরাশক্তি হয়ে বলে কয়ে পরাজিত করবো পতিপক্ষকে। এখন ভাবতে হবে কি করে চার নম্ভরে থাকবে। মুসফিকের জন্য হাজার শত দোয়া আজ দিনটি মুসফিকের হউক এই প্রার্থনা।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ৮ জুন, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    মুসফিক তোমার মনে রাখা প্রয়োজন পরাজয় বিশ্ব ক্রিকেট এর পরাক্রমশালী দল গুলো ভয়ে কাপাকাপি শুরু হয়ে গেছে। আমরা টিভির সামনে বসি বিজয়ী হও য়ার আত্ববিশ্বাস নিয়ে। পরাজয়ে কান্না পায় বিজয়ে হাসি দেশ জাতি সবাই। একদিন আমরা ক্রিকেট পরাশক্তি হয়ে বলে কয়ে পরাজিত করবো পতিপক্ষকে। এখন ভাবতে হবে কি করে চার নম্ভরে থাকবে। মুসফিকের জন্য হাজার শত দোয়া আজ দিনটি মুসফিকের হউক এই প্রার্থনা।
    Total Reply(0) Reply
  • Nazmul Hasan Nayan ৮ জুন, ২০১৯, ১:৩৯ এএম says : 0
    I love Musfiqur Rahim
    Total Reply(0) Reply
  • Jahid Islam ৮ জুন, ২০১৯, ১:৪০ এএম says : 0
    আজ থেকে ১২ বছর আগে ২০০৭ বিশ্বকাপে মুশফিকুর রহিম অপরাজিত ৫৬ রান করে বাউন্ডারি মেরে ইন্ডিয়াকে হারিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় দেয়। বাংলাদেশ উঠে ২য় পর্বে। এরপর ইন্ডিয়ার সমর্থকেরা কিংবদন্তি টেন্ডুলকার থেকে শুরু করে সকল খেলোয়াড়দের বাড়িতে হামলা চালায়। পরিস্থিতি এতই খারাপ হয়েছিল যে, নিরাপত্তার জন্য কমান্ডোদের আনা হয়। খেলোয়াড়দের ছবিতে জুতাপেটা, আগুন দেয়া ছিল নিত্য রুটিনের কাজ। কিন্তু ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ নিজ মাঠে খেলে ৫২ ও ৭৮ রানে অল আউট হয়ে গেলেও বাংলাদেশিরা সবসময় ক্রিকেটারদের পাশে ছিল। ২০১২ সালের এশিয়া কাপ৷ বিশ্বচ্যাম্পিয়ন ইন্ডিয়ার বিপক্ষে ১৬ বলে ৩০ রান প্রয়োজন বাংলাদেশের। মুশফিকুর রহিম ৩টি ছক্কা মেরে এক ওভার আগে থাকতেই খেলা শেষ করে দেয়। বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনালে উঠে। এ দুইটি খেলা এখনো আমার চোখে ভাসে। মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের সাথে স্ট্যাম্পের আগে হাত লাগিয়ে রান আউট মিস করেছে। এই ভুল খেলার অংশ। ম্যাচ জিতে গেলে এ নিয়ে এত সমালোচনা হতো না। যেমনটি আফ্রিকার সাথে জয়লাভের পর সৌম্যের ক্যাচ মিস নিয়ে হয়নি। মিস করার পর মুশফিক নিজেই হতবাক! আপসেট! গতকাল বাংলাদেশ ওয়েলসের কার্ডিফে পৌঁছালে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশের সকল খেলোয়াড় ফুরফুরে মেজাজে থাকলেও মুশফিক ছিলেন গম্ভীর, চুপচাপ৷ এ নিউজটা খারাপ লেগেছে। আমরা কখনোই ইন্ডিয়ানদের মতো উগ্র আচরণ করিনি। কিন্তু বাংলাদেশের কোনো ক্রিকেটার একটা ক্যাচ মিস বা আউট হলেই গালিগালাজে বরাবরের মতো আমরা এগিয়ে ছিলাম, আছি। যার কারণে মুশফিক মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। যা দলের জন্য খারাপ। আমি মুশফিকুর রহিমের পাশে আছি, থাকবো।
    Total Reply(0) Reply
  • Md Dulal Ahmed ৮ জুন, ২০১৯, ১:৪০ এএম says : 0
    মুসফিক ত ঠিক আছে কিন্তু মাশরাফি নিজেই তো ঠিক নাই ।
    Total Reply(0) Reply
  • Abu Yusuf Yusuf ৮ জুন, ২০১৯, ১:৪১ এএম says : 0
    মুশফিকের সাথে আছি, ওটা একটা বাজে দিন ছিল। বাংলাদেশের অন্যতম ভরসার নাম মুশফিক।
    Total Reply(0) Reply
  • Zahid Hasan Shishir ৮ জুন, ২০১৯, ১:৪১ এএম says : 0
    মুশফিক ভাই বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রিকেটারদের একজন। যারা সমালোচনা করে এদের কেউ খেলা বুঝে না।
    Total Reply(0) Reply
  • Sajib Kumar Ghosh ৮ জুন, ২০১৯, ১:৪১ এএম says : 0
    আর তেতে থাকা মুশফিক ভয়ংকর,, আমার মনে হচ্ছে, কালকের নায়ক মুশফিকই হবে꫰ পারলে টেস্ট ব্যাটসম্যানদের যেন অনেক পড়ে নামানো হয়꫰
    Total Reply(0) Reply
  • Khalid Hossain ৮ জুন, ২০১৯, ১:৪১ এএম says : 0
    সমালোচনা না করে সকলের উচিত হবে দলকে সমর্থন দেয়া।
    Total Reply(0) Reply
  • Khalid Hossain ৮ জুন, ২০১৯, ১:৪১ এএম says : 0
    সমালোচনা না করে সকলের উচিত হবে দলকে সমর্থন দেয়া।
    Total Reply(0) Reply
  • Nannu chowhan ৮ জুন, ২০১৯, ৮:৩৮ এএম says : 0
    Moushfiq vai,tomi mon kharap korona tomar pashe Bangladesher beshir vag shomorthokra ase,khela dhulai har jit ase shob boro boro khelowarrao kokhonoi shotovag dete pare nai.Manush kokhonoi 100% manushik ebong sharorikvabe toiri thakte parena temni dorshokder moddheo shobai shomo geani o bibekporno noy.Please go a head,we know you can make it Inshahallah.....
    Total Reply(0) Reply
  • মোঃ শাহ্জালাল ৯ জুন, ২০১৯, ৬:৪২ এএম says : 0
    একটু ভুলের চেয়ে মুসফিক ভাইয়ের অবদান অনেক বেশি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ