Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেদেরারকে হারিয়ে ফাইনালে নাদাল

ফ্রেঞ্চ ওপেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৯, ৯:০৫ পিএম

১২তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা থেকে আর মাত্র এক ধাপ দূরে ‘ক্লে কোর্টের রাজা’ খ্যাত রাফায়েল নাদাল। টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়ে আরো একবার রোঁলা গ্যারোঁর ফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা। প্রতিযোগিতায় এ নিয়ে ছয়বার নাদালের মুখোমুখি হয়ে প্রতিবারই হারলেন ফেদেরার।
প্যারিসের রোঁলা গারোঁয় শুক্রবার প্রথম সেমি-ফাইনালে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে জিতেছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। ২০০৫ সালে রোঁলা গারোঁতে অভিষেকের পর এ পর্যন্ত প্রোতিয়োগিতাটির রেকর্ড ১১ বার শিরোপা জিতেছেন এই ৩৩ বছর বয়সী। ক্লে কোর্টে তার জয়-পরাজয়ের রেকর্ড ৯২-২। ফাইনালে নাদালের প্রতিপক্ষ বর্তমান বিশ্বসেরা নোভাক জোকোভিচ এবং অস্ট্রিয়ার ডমিনিক থিয়ামের মধ্যে অপর সেমি-ফাইনাল বিজয়ী।
ক্যারিয়ারে রেকর্ড ২০ বার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেও ৩৭ বছর বয়সী ফেদেরার ফরাসি ওপেনের শিরোপা জিতেছেন মাত্র একবার, ২০০৯ সালে।
ওদিকে ফরাসি ওপেনের মেয়েদের এককের ফাইনালে উঠেছেন চেক রিপাবলিকের মারকেতা ভন্দ্রসোভা ও অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রেঞ্চ ওপেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ