Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ কার্যালয়ে কোপা থেকে ছিটকে পড়া নেইমার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৯, ৭:৪২ পিএম | আপডেট : ৮:২৩ পিএম, ৭ জুন, ২০১৯

চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র। ক্লাব ফুটবলে একের পর এক চোট, নিষেধাজ্ঞার পর দেশে ফিরে অভিযুক্ত হয়েছেন ধর্ষণ মামলায়। এজন্য তাকে হাজিরা দিতে হয়েছে পুলিশ কার্যালয়ে। এর আগে ব্রাজিলিয়ানদের ডুবতে হয়েছে আসন্ন কোপা আমেরিকায় দলের প্রিয় তারকাকে না পাওয়ার হতাশায়।
নেইমারের বিরুদ্ধে ধর্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত বার্তা প্রকাশের অভিযোগ দেখিয়ে মামলা করেন নাজিলা ত্রিনদাদে মেন্দে দি সৌজা নামের এক নারী। এই অভিযোগের জের ধরে ব্রাজিলের রিও ডি জেনিরিওতে পুলিশের সদরদপ্তরে যেতে হয়েছে পিএসজির এই ফরোয়ার্ডকে। এর আগে বৃহস্পতিবার সকালে কাতারের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে চোটে পড়ে কোপা শেষ হয়ে যায় এই ২৭ বছর বয়সীর।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ কার্যালয়ে যান নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) অবশ্য আগেই জানিয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুমতি না নিয়ে অভিযোগকারী নারীর ছবি এবং একান্ত বার্তা প্রকাশের বিষয়ে কথা বলতেই নেইমারকে ডেকেছে পুলিশ প্রশাসন।
অভিযোগকারী নারী নাজিলা ত্রিনদাদে মেন্দে দি সৌজা অভিযোগ করেছিলেন, গত ১৫ মে প্যারিসের একটি হোটেলে নেইমার তাকে ধর্ষণ করে। নেইমার অবশ্য তার বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, দু’জনের সম্মতিতেই সব হয়েছে। এই সঙ্গে তিনি আরও বলেন, তিনি সেই নারীর বার্তা প্রকাশ করার মূল কারন নিজের সম্পর্কে অবহিত করা। কারন, কথিত ধর্ষণের ঘটনার পরও সেই নারী তাকে বন্ধুত্বপূর্ণ বার্তা আদান-প্রদান করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ