নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আবারো সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো ইংল্যান্ডকে। নিজেদের রক্ষণের ভুলে বিশ্বকাপ সেমিফাইনালিস্টরা এবার উয়েফা নেশন্স লিগের শেষ চার থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডসের কাছে হেরে। রোববারের ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
আগের রাতে রোনালদোর হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় ইউরো চ্যাম্পিয়নরা। গতকাল পর্তুগালের গুইমারেজের এস্তাদিও ডি. আফোনসো হেনরিকে ইংল্যান্ডকেও একই ব্যবধানে হারায় ডাচরা। নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল ১-১। অতিরিক্ত সময়ে জন স্টোনসের হাস্যকর দুই ভুলের সুযোগ নিয়ে প্রতিযোগিতার অভিষেক আসরের ফাইনলে উঠে যায় ভার্গিল ফন ডিকের দল।
গত কয়েক বছর সময়টা ভালো যায়নি নেদারল্যান্ডসের। ২০১৬ ইউরো মূলপর্বে উঠতে ব্যর্থ হওয়া দলটি গত রাশিয়া বিশ্বকাপেও খেলার সুযোগ হয়নি। তবে পেছনের ব্যর্থতা কাটিয়ে উঠতে মরিয়া দলটি আবারো নিজেদের চেনাতে শুরু করেছে। এদনি ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতেই। তবে সাফল্য পেতে অপেক্ষা করতে হয়েছে। প্রথমার্ধে তাদের বেশ কয়েকটি আক্রমণ সফলতার মুখ দেখেনি। উল্টো ডি লিটের ফাউলে পেনাল্টি পেয়ে ইংল্যান্ডকে এগিয়ে নেন মার্কাস র্যাশফোর্ড।
৭৩তম মিনিটে ডি লিটের গোলেই সমতায় ফেরে নেদারল্যান্ডস। মেম্ফিস ডিপাইয়ের কর্নারে লাফিয়ে হেড নেন তরুণ আয়াক্স ডিফেন্ডার। ৮৩তম মিনিটে জেসে লিঙ্গার্ডের গোল ভিএআরে অফসাইড ধরা পড়ায় বাতিল হয়ে গেলে থেমে যায় ইংলিশদের উল্লাস। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
৯৭তম মিনিটে নিজেদের রক্ষণ থেকে বল ক্লিয়ার করতে সময় নেন স্টোনস। সেই সুযোগে তার পা থেকে বল কেড়ে জালে শট নেন ডিপাই। ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ছুটে এসে ফিরতি বলে শট নেন কুইন্সি প্রোমেস, বল কাইল ওয়ালকারের পায়ে লেগে জালে জড়য়। ১১৪তম মিনিটে তৃতীয় গোলেও ছিল স্টোনসের দায়। বিপজ্জনক জায়গায় রস বার্কলিকে বল দেন এই ডিফেন্ডার। সবাইকে চমকে দিয়ে তিনি বল দেন ডি বক্সের দিকে। ছুটে এসে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রোমেসকে বাড়ান ডিপাই। দলের জয় নিশ্চিত করতে কোনো ভুল করেননি প্রোমেস।
রোববার বাংলাদেশ সময় সন্ধ্যায় তৃতীয় স্থান নীর্ধরনী ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও ইংল্যান্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।