Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীর গাবতলী ঈদগাহে দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৯, ১:২৫ পিএম

বুধবার সকাল সাড়ে আটটায় দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর ঐতিহাসিক গাবতলী ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করেন ভবন বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির চেয়ারম্যান গাবতলী জামেয়া কাসেমিয়া মাদ্রাসার মহাপরিচালক বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী। লাখো মুসল্লির উপস্থিতিতে খুতবা দানকালে আল্লামা জাফরী বলেন, কঠিনতর ঐক্যই হচ্ছে বিপদসংকুল পৃথিবীতে মুসলমানদের শান্তি ও সমৃদ্ধির একমাত্র গ্যারান্টি। ঐক্য ছাড়া মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধ করা কোন ক্রমেই সম্ভব হবে না। জায়নবাদী শক্তি পৃথিবী জুড়ে সন্ত্রাস করছে আর সেই সন্ত্রাসের দায় চাপাচ্ছে মুসলমানদের ঘাড়ে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে মুসলমানদেরকে এই সত্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন, সিয়াম বা রোজা হচ্ছে তাকওয়া সম্পন্ন মুসলমান হওয়ার একমাত্র পথ। এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানদের মধ্যে যে তাকওয়ার সৃষ্টি হবে, এই তাকওয়ার শক্তিই হবে মুসলমানদের ঈমান ও একতার ভিত্তি। ঈমানের বলে বলিয়ান হয়ে উঠলে পৃথিবীর কোন শক্তি নেই মুসলমানদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। সেই সময় সামনে এসে গেছে, যে সময় মুসলমানদেরকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। ইস আমার হোসেন এর মধ্যে বক্তব্য রাখেন,নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন ভূঁইয়া এবং গাবতলী ঈদগা ময়দানের মুতুয়াল্লী বোরহান উদ্দিন ভূঁইয়া। এদিকে ঈদ অনুষ্ঠান নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা সত্ত্বেও সকাল থেকে প্রায় লাখো মুসল্লির সমাগম ঘটে গাবতলী ঐতিহাসিক ঈদগাহ ময়দানে। নরসিংদী জেলা শহর ও জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মুসল্লী" আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ"ধনী দিতে দিতে ঈদ ঈদগাহে জমায়েত হয়। সকাল সোয়া আটটা নাগাদ ঈদগা ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। গাবতলী ঈদগাহ ময়দানের পাশে জামিয়া কাসেমিয়া মসজিদে আয়োজন করা হয় মহিলা মুসল্লিদের জন্য। কয়েক হাজার মহিলা মুসল্লী এই ঈদের জামাতে অংশ নেয়। গাবতলী ঈদগার মুতোয়াল্লী বোরহান উদ্দিন ভূঁইয়া, ঈদগাহ ময়দান ওয়াকফ করে দেওয়ার পর এর মালিক হয়ে যান স্বয়ং আল্লাহ। ঈদগাহ ময়দানে খেলাধুলা নিষিদ্ধ। যেসব উশৃংখল ব্যক্তিরা এই গাবতলী ঈদগাহ মাঠে খেলাধুলার আয়োজন করেন তাদের আগামী ভবিষ্যতের জন্য কোন খেলাধুলা না করার অনুরোধ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ জামাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ